জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মুজিব পরিবারের নামে থাকা ৫৭টি সরকারি কলেজের নাম পরিবর্তন

0
74

দেশের ৫৭টি সরকারি কলেজের নাম থেকে শেখ পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের নেতাদের নাম বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর নতুন নামকরণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় নাম পরিবর্তন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থানীয়তা, প্রশাসনিক সরলতা ও বাস্তবিক পরিচিতির বিষয়টি বিবেচনায় নিয়ে দীর্ঘ নামের পরিবর্তে অপেক্ষাকৃত সংক্ষিপ্ত ও সহজবোধ্য নাম বেছে নেওয়া হয়েছে।

সোমবার (২৩ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নতুন নির্ধারিত নাম ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের গত ২৮ মে তারিখের প্রজ্ঞাপন এবং মন্ত্রিপরিষদ বিভাগের ৯ ফেব্রুয়ারি ২০২৫ সালের চিঠির আলোকে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রতিষ্ঠানগুলো এখন থেকে প্রশাসনিক কার্যক্রম ও শিক্ষাগত নথিপত্রে নতুন নাম ব্যবহার করবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কলেজগুলোকেও এ নির্দেশ দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কলেজগুলোকে তাদের অফিসিয়াল নথিপত্র, নেমপ্লেট, ওয়েবসাইট, চিঠিপত্রসহ সব ক্ষেত্রে পরিবর্তিত নাম ব্যবহার করতে হবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি (আইসিটি) দপ্তরকে ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ এবং সংশ্লিষ্ট কলেজগুলোর ই-মেইলে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।


তথ্যসূত্র:
১.জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৭ কলেজ থেকে শেখ পরিবারের নাম বাদ
-https://tinyurl.com/msejcd2p

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইরানের গিলানে সন্ত্রাসী ইসরায়েলের হামলায় নিহত ৯, আহত অন্তত ৩৩
পরবর্তী নিবন্ধনিজেদের পছন্দের প্রার্থীকে প্রণোদনা না দেওয়ায় কৃষি কর্মকর্তাকে বাঁশ দিয়ে পেটাল বিএনপি ও ছাত্রদল নেতা