
অধিকৃত কাশ্মীরের কুপওয়ারা জেলায় ভারতীয় বাহিনী মুহাম্মদ আমিন শাহ নামক এক ব্যক্তির বাড়িতে সন্ত্রাসী অভিযান চালিয়েছে। জানা গেছে, মুহাম্মদ আমিন শাহ জামায়াতে ইসলামির সদস্য। দখলদার বাহিনী তাকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে তুলে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর কালো আইনের আওতায় তার বাড়িতে এ অভিযান চালিয়েছে।
গত ২৫ জুন কাশ্মীর মিডিয়া সার্ভিস এক প্রতিবেদনে জানায়, অভিযানের সময় দখলদার প্রশাসন ব্যাপক সেনা মোতায়েন করে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করে। এরপর ভারতীয় পুলিশ বাহিনী জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে এবং সম্পূর্ণ বাড়ি তল্লাশি চালায়। এ সময় পুলিশ বিভিন্ন ধর্মীয় বই, মোবাইল ফোন, ব্যক্তিগত নথিপত্র এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে।
ভারতীয় পুলিশ বাহিনী পরে একটি বিবৃতিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করে এবং দাবি করে যে, এটি ইউএপিএ-র অধীনে চলমান একটি তদন্তের অংশ ছিল। পুলিশ আরও দাবি করেছে যে, এই অভিযানটি জামায়াতে ইসলামির সাথে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে পরিচালিত হয়েছিল।
উল্লেখ্য যে, ভারতীয় বাহিনী গত কয়েক মাস ধরে কাশ্মীরের বিভিন্ন এলাকায় এমন অভিযান চালাচ্ছে। দখলদার বাহিনীর এসব পদক্ষেপ কাশ্মীরের বাসিন্দাদের মধ্যে আরও অস্থিরতা এবং আতঙ্ক সৃষ্টি করছে এবং ওই অঞ্চলের মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে।
তথ্যসূত্র:
1. Indian police raid Jamaat-e-Islami member’s residence in Kupwara
– https://tinyurl.com/wufzrxs8