
ইমারতে ইসলামিয়ার আফগানিস্তানের সেনাবাহিনী ৫২৯টি বিভিন্ন ধরণের উন্নত সামরিক যানবাহন এবং ৩৮টি বিভিন্ন ধরণের উন্নত অস্ত্র মেরামত করে পুনরায় ব্যবহারের উপযোগী করেছে। এই যানবাহনগুলো এখন দেশটির সামরিক কার্যক্রমে যুক্ত করা হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ২৬ জুন এক প্রতবেদনে এই তথ্য জানায়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মেরামত করা যানবাহনের মধ্যে রয়েছে ৫০টি সাঁজোয়া হামভি ট্যাঙ্ক, ৮টি অ্যাসল্ট ট্যাঙ্ক, ৬৩টি আন্তর্জাতিক যান, ৩১৬টি রেঞ্জার্স, ৬টি ফর্কলিফ্ট এবং অন্যান্য বেশ কিছু অ-সাঁজোয়া যান।
এছাড়া মেরামত করা অস্ত্রের তালিকায় রয়েছে ১টি এসপিজি, ১টি ৮২-মি.মি কামান, ১টি রাশিয়ান মেশিনগান, ৪টি জিইভি-এম২৩, ৪টি ২৪৯-একেএম, ১২টি কালাশনিকভ, ১৬টি-এম১৬ সহ আরও অনেক অস্ত্র।
উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান দেশ স্বাধীনের পর থেকে পূর্ববর্তী প্রশাসনের সময় পরিত্যক্ত ও ক্ষতিগ্রস্ত হাজার হাজার সামরিক সরঞ্জাম মেরামত করেছে। এর মাধ্যমে প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে দৃঢ় অবস্থান নিচ্ছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।
তথ্যসূত্র:
1. عمري قول اردو کې ۵۲۹ عرادې پوځي وسایط جوړ شوي
– https://tinyurl.com/38s9bsd7