
ময়মনসিংহের গফরগাঁওয়ে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বাস্থ্য কার্ড পেয়েছে মো. তাঁরা মিয়া (৪৫) নামের এক যুবলীগ কর্মী। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সমালোচনা সৃষ্টি হওয়ায় বিব্রত উপজেলা প্রশাসন।
২৪ জুন বিকেলে গফরগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই যোদ্ধাদের মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণকালে এই ঘটনা ঘটে।
বুধবার (২৫ জুন) সন্ধ্যায় গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন.এম. আবদুল্লাহ আল মামুন।
এ ঘটনায় প্রশ্ন তুলেছেন উপজেলার মশাখালি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল হাসান চমক ফকির। তিনি বলেন, ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বাস্থ্য কার্ড পাওয়া তাঁরা মিয়া যুবলীগের একজন সক্রিয় কর্মী। সে সাবেক সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের ছবি সাটিয়ে মেম্বার পদপ্রার্থী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়েছে। তার ফেইসবুক পোস্টে আওয়ামী লীগের কর্মকাণ্ডে অংশগ্রহণের অসংখ্য ছবি রয়েছে। মূলত গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর রাকিয়াপুড়া এলাকায় তার ভাইয়ের অসাবধানতাবশত চোখে লাঠির আঘাতে আহত হয়। কিন্তু এখন তাকে জুলাই যোদ্ধা বলা হচ্ছে।
তথ্যসূত্র:
১. যুবলীগ নেতা পেলেন ‘জুলাই যোদ্ধা’ স্বাস্থ্য কার্ড
– https://tinyurl.com/y8tzfs6k