
দখলকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে কফর মালেক শহরে দখলদার ইসরায়েলি বসতকারীদের ভয়াবহ হামলায় অন্তত তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ২৪ জুন, মঙ্গলবার রাতে এই হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শতাধিক ইসরায়েলি বসতকারী সংঘবদ্ধভাবে কফর মালেক শহরে প্রবেশ করে। তারা স্থানীয় ফিলিস্তিনি নাগরিকদের বাড়িঘর এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। হামলার সময় গুলি ছোঁড়া হয়, এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি শহীদ হন।
ফিলিস্তাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (PRCS) জানিয়েছে, “এখন পর্যন্ত আমাদের দল অন্তত সাতজন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে। তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ অবস্থায় রয়েছেন।”
পুড়ে যাওয়া ঘরবাড়ি ও গাড়ির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে ধ্বংসস্তূপের মধ্য থেকে বাসিন্দারা তাঁদের জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা বসতকারীদের ঠেকানোর কোনো উদ্যোগ নেয়নি।
একজন ফিলিস্তিনি বাসিন্দা বলেন: “আমরা পুলিশ বা সেনাবাহিনীর কাছ থেকে কোনো সুরক্ষা পাইনি। বরং তারা বসতকারী সন্ত্রাসীদের নিরাপত্তা দিচ্ছিল।”
গত কয়েক সপ্তাহ ধরেই পশ্চিম তীরে ইসরায়েলি বসতকারী সন্ত্রাসীদের হামলা বেড়ে গেছে। গাজা ও ইরান নিয়ে দখলার ইসরায়েল যে সামরিক আগ্রাসনে লিপ্ত, তারই প্রতিক্রিয়া হিসেবে পশ্চিম তীরেও দখলদারিত্ব ও সহিংসতা তীব্র হয়েছে।
ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাগুলোর দাবি, “সন্ত্রাসী ইসরায়েল নীরব সম্মতি দিয়ে এই অপরাধগুলোকে উৎসাহিত করছে।”
তথ্যসূত্র:
1.Israeli settlers raid West Bank town, troops kill 3 Palestinians
– https://tinyurl.com/5n6w62x2
2. 3 Palestinians said killed during settler raid; IDF says troops returned fire at gunmen
– https://tinyurl.com/4uu9f4dj