ভারতের বেঙ্গালুরুতে দুই মুসলিম যুবককে মারধর করলো হিন্দুত্ববাদীরা

0
23

ভারতের বেঙ্গালুরুর একটি এলাকায় মুসলিম হওয়ার কারণে দুই মুসলিম যুবকের ওপর নৃশংসভাবে হামলা চালিয়েছে হিন্দুত্ববাদীরা। হামলার সময় এক যুবককে জোরপূর্বক ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বাধ্য করা হয়।

গত ২৫ জুন ‘মুসলিম মিরর’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওইদিন বিকালবেলা জামির এবং তার বন্ধু ওয়াসিম একটি মাঠের কাছে হাঁটছিলেন। হঠাৎ করে মুসলিম বিদ্বেষী হিন্দুত্ববাদীদের একটি দল তাদের ওপর আক্রমণ চালায়। এই হামলার পর জামির কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হলেও, ওয়াসিম আক্রমণকারীদের হাতে ধরা পড়েন এবং হিন্দুত্ববাদীরা তাকে নৃশংসভাবে মারধর করতে থাকে।

ওয়াসিম তার ওপর হওয়া হামলার বর্ণনা দিয়ে বলেন, ‘তারা আমাকে লাঠি দিয়ে আঘাত করছিল এবং যখন আমি ব্যথায় আল্লাহ বলে চিৎকার করি, তখন তারা রেগে যায় এবং আমাকে জয় শ্রী রাম বলতে বাধ্য করে।’

এই নৃশংস হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন একটি এফআইআর নথিভুক্ত করেছে।


তথ্যসূত্র:
1. Bengaluru: Muslim man and his friend assaulted by six men, forced to chant “Jai Shree Ram”
– https://tinyurl.com/mrz9haz5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমধ্যপ্রাচ্যজুড়ে ২০ মাসে ৩৫ হাজার হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল
পরবর্তী নিবন্ধএক মাসে গাজায় ত্রাণ নিতে গিয়ে ৪০০-র বেশি ফিলিস্তিনি শহীদ