
ইমারতে ইসলামিয়ার হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাযিয়াল্লাহু আনহু সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ১৯৯ জন সেনাসদস্য সফলভাবে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। পেশাগত দক্ষতা বাড়াতে সেনাসদস্যদের জন্য ৩ মাসের এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সদস্যগণ এসপিজি-৯, মর্টার, এম ২ ও এম ২৪ এর মতো আধুনিক সামরিক অস্ত্রশস্ত্র পরিচালনায় প্রশিক্ষণ লাভ করেছেন।
সদ্য প্রশিক্ষণ সম্পন্নকারী সেনাসদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা ও কর্মী বিষয়ক উপমন্ত্রী মৌলভী বাজ মুহাম্মদ হামিদি হাফিযাহুল্লাহ এবং সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার নসিবুল্লাহ মাদানি হাফিযাহুল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে সেনাসদস্যদের উন্নত দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন কর্মকর্তাগণ। তারা ইসলামী ব্যবস্থা রক্ষায় সামরিক সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। এছাড়া আধুনিক অস্ত্রশস্ত্র, প্রযুক্তি ও সরঞ্জামাদির ব্যবহার শিক্ষা করার পাশাপাশি দ্বীনদারিতা ও সদাচারের গুরুত্ব বক্তব্যের মাধ্যমে কর্মকর্তাগণ আলোকপাত করেছেন।
অপরদিকে ইসলামী ব্যবস্থার খেদমতে নিয়োজিত হতে নিজেদের আগ্রহ ব্যক্ত করেছেন সদ্য প্রশিক্ষণ লাভকারী সেনাসদস্যগণ।
উল্লেখ্য যে, বিগত ৪ বছরে দেশের সীমান্ত ও অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করতে গুরুত্ব সহকারে মনোনিবেশ করেছে ইমারতে ইসলামিয়া সরকার। এই সরকারের উদ্যোগের ফলে হাজার হাজার সেনাসদস্য ব্যাপকভাবে পেশাগত ও ইসলামী জ্ঞান সংক্রান্ত প্রশিক্ষণ লাভ করেছেন।
তথ্যসূত্র:
1. Around 200 personnel graduate from joint combat training
– https://tinyurl.com/535btcny