
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে একটি নাবালিকা মেয়েকে আর্থিক লেনদেনের বিনিময়ে বৃদ্ধের কাছে বিবাহ দেয়ার বিরুদ্ধে হস্তক্ষেপ করেছে ইমারতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়।
উক্ত মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার হাফিযাহুল্লাহ জানান, ভুক্তভোগী কন্যার বয়স ৭ বছর। অর্থের বিনিময়ে তার পিতা ৪৫ বছরের এক ব্যক্তির সাথে তাকে বিয়ে দিয়েছেন। এছাড়া নাবালিকা হওয়া সত্ত্বেও মেয়েটিকে বরের নিকট হস্তান্তর করতে যাচ্ছিলেন তার পিতা।
ঘটনাটি তদন্তের পর মেয়ের বাবা ও বরকে দ্রুত গ্রেপ্তার করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃপক্ষ। পরবর্তীতে বিচারের জন্য তাদেরকে শরিয়াহ আদালতের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার ঝড় তুলেছে, অর্থের বিনিময়ে নাবালিকা সন্তানের এই ধরনের বিবাহের ঘটনায় জনগণ ক্ষোভ প্রকাশ করছেন।
তথ্যসূত্র:
1. Father Arrested in Helmand for child marriage
– https://tinyurl.com/536kzumt