বর্বর ইসরায়েলি অবরোধে গাজায় অপুষ্টিতে ৬৬ শিশুর মৃত্যু

0
50

গাজা ভূখণ্ডে অনাহারে ও অপুষ্টিতে শিশু মৃত্যুর মর্মান্তিক চিত্র আরও ভয়াবহ রূপ নিচ্ছে। দখলদার ইসরায়েলের অবরোধ ও মানবিক সহায়তা বন্ধ থাকার কারণে অপুষ্টিতে আক্রান্ত হয়ে অন্তত ৬৬ শিশু মারা গেছে। গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে।

মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়, দুধ, পুষ্টিকর খাদ্য এবং অন্যান্য মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়াতেই এই সংকটের সৃষ্টি হয়েছে। ২৮ জুন, শনিবার গাজার মিডিয়া প্রশাসন বলেছে, ‘ইসরায়েলের এই অবরোধ একটি যুদ্ধাপরাধ। এটি একপ্রকার ঠান্ডা মাথায় পরিকল্পিত শিশু হত্যাকাণ্ড, যেখানে না খেতে দিয়ে ধীরে ধীরে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে। গাজার শিশুদের ওপর চলমান এই অপরাধ এবং বিশ্ব সম্প্রদায়ের লজ্জাজনক নীরবতা- উভয়ই মানবতার প্রতি চরম অবহেলার পরিচয়।’

মানবিক এই বিপর্যয়ের জন্য ইসরায়েল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো পশ্চিমা মিত্রদেরও দায়ী করেছে গাজা কর্তৃপক্ষ। একইসঙ্গে জাতিসংঘকে আহ্বান জানানো হয়েছে, যেন অবিলম্বে গাজার সীমান্ত পথগুলো খুলে দেওয়া হয়।

এর আগে ইউনিসেফ সতর্ক করে জানায়, গাজায় অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা ভয়াবহ গতিতে বাড়ছে। চলতি বছরের মে মাসেই ৬ মাস থেকে ৫ বছর বয়সী অন্তত ৫ হাজার ১১৯ শিশুকে তীব্র অপুষ্টিজনিত সমস্যার কারণে ভর্তি করা হয়েছে। আর এটি গত এপ্রিল মাসের তুলনায় প্রায় ৫০ শতাংশ এবং ফেব্রুয়ারির তুলনায় ১৫০ শতাংশ বেশি।

সংস্থাটি আরও জানায়, জানুয়ারি থেকে মে মাসের শেষ পর্যন্ত মাত্র ১৫০ দিনে ১৬ হাজার ৭৩৬ শিশু — অর্থাৎ প্রতিদিন গড়ে ১১২ জন শিশু — অপুষ্টির চিকিৎসা নিতে এসেছে। অথচ, এদের প্রতিটি ঘটনাই প্রতিরোধযোগ্য ছিল। খাদ্য, পানি, পুষ্টি — সবকিছুই সীমান্তে আটকে আছে। মানবসৃষ্ট সিদ্ধান্তের ফলেই এই মৃত্যু।

এদিকে গাজার তুফাহ, দেইর আল বালাহ, রাফা, খান ইউনিসসহ বেশ কয়েকটি এলাকাতেই চলছে বর্বর ইসরায়েলি বিমান হামলা। শনিবার একদিনে নিহত হয়েছেন অন্তত ৮১ নিরীহ ফিলিস্তিনি, তাদের বেশিরভাগই শিশু ও নারী।


তথ্যসূত্র:
1. At least 66 children dead of malnutrition in Gaza as Israel tightens siege
– https://tinyurl.com/2mx9p2c3
2. 66 children die from malnutrition in Gaza under Israeli blockade since October 2023
– https://tinyurl.com/ycy32ek5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় আরও ৮১ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করল দুর্বৃত্ত ইসরায়েল
পরবর্তী নিবন্ধবিগত সপ্তাহে ইরান থেকে নিজ দেশে ফিরে এসেছেন প্রায় ১ লক্ষ আফগান শরণার্থী