বিগত সপ্তাহে ইরান থেকে নিজ দেশে ফিরে এসেছেন প্রায় ১ লক্ষ আফগান শরণার্থী

0
95

বিগত ১ সপ্তাহে হেরাত প্রদেশের ইসলাম কালা সীমান্ত পারাপার দিয়ে প্রায় ১ লক্ষ আফগান শরণার্থী ইরান থেকে নিজ দেশে ফিরে এসেছেন। ইমারতে ইসলামিয়ার শরণার্থী বিষয়ক হাইকমিশন এই তথ্য জানিয়েছে।

হেরাত প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান মৌলভী আহমাদুল্লাহ মুত্তাকি হাফিযাহুল্লাহ জানান, গত বৃহঃস্পতি ও শুক্র, কেবল এই ২ দিনে ৬০ হাজারের অধিক আফগান শরণার্থী ইরান থেকে দেশে ফিরে এসেছেন।

প্রত্যাবর্তন বৃদ্ধির কারণ হিসেবে কর্মকর্তাগণ উল্লেখ করেছেন, রেসিডেন্সি পারমিটের মেয়াদ শেষ হওয়া, ইরানের অর্থনৈতিক ও অভ্যন্তরীণ সমস্যা এবং শরণার্থীদের ক্রমবর্ধমান অনিশ্চিত পরিস্থিতি। হেরাত প্রদেশের শরণার্থী বিষয়ক প্রধান মৌলভী আদম খান সাদ হাফিযাহুল্লাহ বলেন, শরণার্থীদের স্থায়ী ও অস্থায়ী আবাসনের জন্য আড়াই হাজার জেরিব (১২৩৫.৫ একর) জমি বরাদ্দ করেছে প্রাদেশিক কার্যালয়।

এছাড়া ইসলাম কালাতে খাবার, পানি ও স্বাস্থ্যসেবাসহ শরণার্থীদের প্রয়োজনীয় সেবা সরবরাহ করা হচ্ছে। নিজ জেলায় স্থানান্তর করতে দৈনিক ৩০০টি বিনামূল্যে বাস সার্ভিসের ব্যবস্থা রাখা হয়েছে।


তথ্যসূত্র:
1. Over 100,000 Afghan Refugees Return from Iran in One Week
– https://tinyurl.com/4fpkxb7j

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি অবরোধে গাজায় অপুষ্টিতে ৬৬ শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধলেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৩