বিনা যুদ্ধে আইল-কোহলী এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন

0
281

হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন রবিবার বিনা যুদ্ধে মধ্য সোমালিয়াল হিরান রাজ্যের আইল-কোহলী এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন বলে জানা গেছে।

গত ২২ জুন থেকে সোমালিয়ার পূর্ব হিরান রাজ্যের মোককোরি শহরের উপকণ্ঠে হারাকাতুশ শাবাব ও মোগাদিশু বাহিনীর মধ্যে টানা একসপ্তাহ ধরে যুদ্ধ চলে আসছিল। দীর্ঘ এই যুদ্ধে শহরের উপকণ্ঠে আইল-কোহলী এলাকায় মুজাহিদদের আক্রমণে ডজনকে ডজন শত্রু সৈন্য হতাহত হয়। দীর্ঘ এই যুদ্ধে শাবাবের ক্রমাগত আক্রমণে হতাহত ভারী ক্ষয়ক্ষতির ঘটনায় মোগাদিশু বাহিনীর মনোবল ভেঙে পড়ে।

ফলশ্রুতিতে ২৯ জুন রবিবার ভোরে, শাবাবের হামলা থেকে বেঁচে যাওয়া মোগাদিশু বাহিনীর অবশিষ্ট সৈন্যরা আইল-কোহলী এলাকা ছেড়ে পালিয়ে যায়। এতে আশ-শাবাব মুজাহিদিন কোনো যুদ্ধ ছাড়াই নিরাপদে এলাকার নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।

উল্লেখ্য যে, সাম্প্রতিক মাসগুলিতে পূর্ব হিরান অঞ্চলের গুরুত্বপূর্ণ অনেক এলাকা মুজাহিদিনরা মোগাদিশু বাহিনী থেকে মুক্ত করেছেন। পরবর্তী সময়ে মোগাদিশু বাহিনী বারবার এই এলাকাগুলো পুনর্দখলের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/m784pfw5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদখলদার ইসরায়েলের আগ্রাসনে পশ্চিমতীরে ১,০০০ ঘরবাড়ি ধ্বংস
পরবর্তী নিবন্ধভিডিও || শিল্পখাতে ১৩০টি খাতে পূর্ণ ও ১০০টি খাতে আংশিক স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে ইমারতে ইসলামিয়া