আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করল একটি বাংলাদেশি প্রতিষ্ঠান

0
158

আফগানিস্তানের ১০০ থেকে ১০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন প্লান্টে বিনিয়োগে আন্তরিক আগ্রহ প্রকাশ করেছে একটি বাংলাদেশি কোম্পানি।

সম্প্রতি বাংলাদেশ থেকে বি পি টি কোম্পানি’র প্রধান ইসহাক আবুল খায়ের এর সাথে ইমারতে ইসলামিয়ার বিনিয়োগ আকর্ষণ বিভাগের প্রধান মৌলভী রহমত ওয়ালী রহমানী’র মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আফগান সৌরবিদ্যুৎ উৎপাদন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশি প্রতিনিধি।

জনাব আবুল খায়ের আফগানিস্তানের ১০০ থেকে ১০০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পে অবদান রাখতে নিজের আগ্রহ তুলে ধরেছেন। তিনি এই প্রচেষ্টায় ইমারতে ইসলামিয়া সরকারের সমর্থন কামনা করেছেন।

অপরদিকে বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার ব্যাপারে আশ্বস্ত করেছেন ইমারতে ইসলামিয়ার জ্বালানী ও পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ। তারা আফগানিস্তানের অনুকূল বিনিয়োগের পরিবেশ তুলে ধরেছেন এবং বলেন, এই পরিবেশ ক্রমান্বয়ে আরও উন্নতির দিকে ধাবিত হচ্ছে।

উল্লেখ্য যে, সম্প্রতি আফগানিস্তানে বিনিয়োগে আগ্রহী বিদেশি কোম্পানিগুলোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীদের পূর্ণ সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ। তারা সম্ভাব্য এই বিনিয়োগকারীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।


তথ্যসূত্র:
1. Bangladeshi Company Eyes Investment in Solar Power Projects in Afghanistan
– https://tinyurl.com/n6krhuh7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || আফগানিস্তানজুড়ে বিগত ১ বছরে ৩৭০টি মেগাপ্রকল্প ও ৮৭৩টি ছোট উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন
পরবর্তী নিবন্ধকাশ্মীরে আবারও দুই ভারতীয় সেনার আত্মহত্যা