কাশ্মীরে আবারও দুই ভারতীয় সেনার আত্মহত্যা

0
80

দখলকৃত জম্মু-কাশ্মীরে আবারও দুই ভারতীয় সেনাসদস্য আত্মহত্যা করেছে। ৭ জুলাই, কাশ্মীর মিডিয়া সার্ভিসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দখলকৃত জম্মু-কাশ্মীরের দুটি ভিন্ন স্থানে এ দুই আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহত্যাকারী দুই সেনাসদস্যের একজন ছিল ভারতীয় সেনাবাহিনীর ‘৫৪ রাষ্ট্রীয় রাইফেলস’-এর সদস্য, এবং অপরজন ছিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের কনস্টেবল। দুজনই নিজ নিজ সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করে।

এর মধ্যে একটি ঘটনা ঘটে রাজৌরি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে শোলকি গ্রামে, কোম্পানি হেডকোয়ার্টারের ভেতরে। অপর ঘটনা ঘটে সাম্বা জেলার রামগড় এলাকায় একটি ফরোয়ার্ড পোস্টে।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, আত্মহত্যার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানানো হয়েছে।

এর আগে, গত ১৭ জুনেও দুই ভারতীয় সেনাসদস্য আত্মহত্যা করে। পাঞ্জাব রাজ্যের চণ্ডীগড় শহরে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) এক কনস্টেবল বিষপান করে আত্মহত্যা করে। একই দিনে, দখলকৃত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিজ সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করে।


তথ্যসূত্র:
1. Two Indian soldiers commit suicide in IIOJK
– https://tinyurl.com/yzkfhmvw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করল একটি বাংলাদেশি প্রতিষ্ঠান
পরবর্তী নিবন্ধসোমালিয়ার কৌশলগত মোকোকোরি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে আশ-শাবাব: হতাহত অন্তত ১১২ শত্রু সেনা