
সোমালিয়ার পূর্ব হিরান রাজ্যের মোকোকোরি জেলায় অবস্থিত গুরগুর্ত মিলিশিয়া ও মোগাদিশু বাহিনীর সামরিক ঘাঁটিগুলোতে প্রচণ্ড আক্রমণ চালিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন। জেলা শহরটিতে মোগাদিশু বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে একটি শক্তিশালী গাড়ি ইস্তেশহাদী হামলার মাধ্যমে অভিযানটি শুরু করেন মুজাহিদিনরা।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা ৭ জুলাই সোমবার সকাল বেলায়, পূর্ব হিরান রাজ্যের কৌশলগত মোকোকোরি জেলায় বৃহৎ পরিসরে একটি স্থল অভিযান পরিচালনা করছেন। মুজাহিদিনরা শহরে মোগাদিশু বাহিনীর সামরিক কমান্ড সেন্টার লক্ষ্য করে প্রথমে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি দ্বারা শক্তিশালী ইস্তেশহাদী হামলার মাধ্যমে অভিযানটি শুরু করেন। কমান্ড সেন্টারে গাড়ি বোমা হামলাটি এমন এক সময় চালানো হয়েছে, যখন জেলা শহরের উপকণ্ঠে শাবাবের সাম্প্রতিক অভিযানের বিষয় আলোচনা করতে এবং নতুন করে আক্রমণের পরিকল্পনার লক্ষ্যে সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা একত্রিত হয়েছিল।
হারাকাতুশ শাবাব প্রশাসন মোগাদিশু বাহিনীর এই সভার তথ্য জানার পর দ্রুততার সাথে পরিকল্পনা গ্রহণ করেন এবং শত্রু বাহিনী কমান্ড সেন্টারে একত্রিত হওয়ার পরপরই সামরিক অপারেশন শুরু করেন। কমান্ড সেন্টারে গাড়ি বোমা বিস্ফোরণের পর যখন মোগাদিশু বাহিনী দিকভ্রান্ত ও হতভম্ব হয়ে পড়ে, তখন হারাকাতুশ শাবাবের ইস্তেশহাদী ব্যাটালিয়নের বীর মুজাহিদিনরা কমান্ড সেন্টার ও এর আশপাশের সামরিক অবস্থানগুলোতে একযোগে আক্রমণ চালাতে শুরু করেন। হারাকাতুশ শাবাবের অন্য ইউনিটগুলো শহরের অন্যান্য স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত্রু বাহিনীর সামরিক ঘাঁটি ও পোস্টগুলোতে আক্রমণ চালাতে থাকেন।
শহরে শত্রু বাহিনীর সবগুলো অবস্থানে একযোগে শাবাবের আক্রমণের ফলে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি মোগাদিশু বাহিনী। বরং শত্রু সৈন্যরা কোনো কিছু বুঝে উঠার আগেই মুজাহিদিনরা একে একে শত্রু সামরিক অবস্থানগুলোর নিয়ন্ত্রণ নিতে শুরু করেন। এতে ভীতসন্ত্রস্ত মোগাদিশু বাহিনী জীবন বাঁচাতে শহর ছেড়ে পালাতে শুরু করে। আর যারা অস্ত্র হাতে তুলার চেষ্টা করে মুজাহিদিনরা তাদের সবাইকে মহূর্তে নিষ্ক্রিয় করেন, যাদের মধ্যে নিহত সৈন্য সংখ্যা ৪৭ জন এবং আহত সৈন্য সংখ্যা ৬৫ এরও বেশি। মুজাহিদিনরা মোকোকোরি যুদ্ধে পরাজিত মোগাদিশু বাহিনীর কাছ থেকে অসংখ্য অস্ত্র, সামরিক সরঞ্জাম গনিমত লাভ করেছেন, এমনকি অনেক সৈন্যকে মুজাহিদিনরা জীবিত বন্দীও করেছেন।
হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা সংক্ষিপ্ত লড়াইয়ের পর, শহরের সমস্ত প্রতিরক্ষা পয়েন্ট, সামরিক ঘাঁটি, সামরিক অবকাঠামো এবং পুরো মোকোকোরি জেলা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ নেন। এসময় মুজাহিদদের হামলা থেকে বেঁচে যাওয়া মোগাদিশু সৈন্যরা মাহাস জেলার গ্রামাঞ্চলের দিকে পালিয়ে যায়।
সূত্রমতে, মুজাহিদদের হামলায় মোগাদিশু বাহিনীর হতাহতের পরিমাণ প্রাথমিকভকবে প্রকাশিত তথ্যের চেয়ে আরও বেশি। কারণ মোগাদিশু বাহিনীর অনেক সৈন্য যারা জীবন বাঁচাতে বনে পালিয়ে গিয়েছিল, সেখানেও মুজাহিদদের আক্রমণে আরও অনেক সৈন্য নিহত হয়েছে।
আশ-শাবাব মুজাহিদিন কর্তৃক মোকোকোরির নিয়ন্ত্রণ গ্রহণের পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, শহরের দেয়ালগুলিতে তাওহিদের কালিমা খচিত পতাকা উড়ছে। মুজাহিদিনরা শহরে চিরুনী অভিযানের পর বনজঙ্গলে পড়ে থাকা শত্রু সৈন্যদের মৃতদেহগুলো বের করে আনতে শুরু করেছেন, যাতে এসব মৃতদেহের কারণে শহরের পরিবেশ দূষিত না হয়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/2pnjxjzd


