সামরিক বাহিনীর সদস্যদের ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করলো ইমারতে ইসলামিয়া

0
147

ইমারতে ইসলামিয়া আফগানিস্তান দায়িত্ব পালনের সময় সামরিক কর্মকর্তা ও সদস্যদের জন্য ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করেছে। গত ৭ জুলাই এক বিবৃতিতে এ তথ্য জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি হাফিযাহুল্লাহ।

তিনি জানান, বাহিনীর ইউনিফর্ম সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত সবাই একমত হন যে, দায়িত্ব পালনকালে সামরিক কর্মকর্তা ও সদস্যদের আমীরুল মু’মিনীন কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরা বাধ্যতামূলক হবে।

এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রণালয় এবং এর অধীন বাহিনীগুলোর প্রধান দায়িত্ব হলো দেশের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা। জনগণ যাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সহজে চিনতে পারে, সে লক্ষ্যেই ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করা হয়েছে।

মুখপাত্র আব্দুল মতিন কানি হাফিযাহুল্লাহ জানান, স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দীন হাক্কানী হাফিযাহুল্লাহ সভার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন। তার অনুমোদনের ভিত্তিতেই পুলিশসহ সব বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের জন্য নির্ধারিত ইউনিফর্ম পরা আবশ্যক করা হয়েছে।

সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ইমারতে ইসলামিয়া সরকার ক্ষমতায় আসার পর থেকে এতদিন বাহিনীর সদস্যদের ইউনিফর্ম পরার ক্ষেত্রে তেমন কোনো বাধ্যবাধকতা ছিল না। অনেককে কাবলি পোশাকের ওপর সামরিক জ্যাকেট পরে কিংবা শুধু সাধারণ কাবলি বা পাঞ্জাবি পরে দায়িত্ব পালন করতে দেখা যেত।

তবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, দায়িত্ব পালনকালে ইউনিফর্ম পরা এখন থেকে বাধ্যতামূলক। ফলে এ সংক্রান্ত পূর্বের শিথিলতা এবার দূর হতে যাচ্ছে।


তথ্যসূত্র:
1. Police Officers Required to Wear Official Uniforms, Says Ministry of Interior
– https://tinyurl.com/mvtdrk49

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ার কৌশলগত মোকোকোরি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে আশ-শাবাব: হতাহত অন্তত ১১২ শত্রু সেনা
পরবর্তী নিবন্ধসীমান্ত রক্ষায় আফগান সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান