সীমান্ত রক্ষায় আফগান সেনাবাহিনীকে সর্বদা প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান

0
108

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সেনাবাহিনীর প্রধান ক্বারী মুহাম্মদ ফাসিহউদ্দিন ফিতরত হাফিযাহুল্লাহ আফগান সীমান্ত রক্ষায় সেনাবাহিনীকে যেকোনো সম্ভাব্য হুমকির বিরুদ্ধে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই দৃঢ়তার সঙ্গে সীমান্ত রক্ষা করতে হবে এবং যেকোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে সদা প্রস্তুত থাকতে হবে।’

গত ৭ জুলাই কাবুলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী আর্টিলারি সক্ষমতা বৃদ্ধিমূলক সেমিনারের সমাপনী ও স্নাতক অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের ৬৫ জন পরিচালক ও কমান্ডার অংশগ্রহণ করেন। তাদের পেশাগত দক্ষতা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সেনাপ্রধান আরও বলেন, ‘আর্টিলারি সেকশন আমাদের জাতীয় সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখাগুলোর একটি। এই সেকশন যত শক্তিশালী হবে, আমাদের সেনাবাহিনীও ততটাই বলশালী হবে।’

তিনি বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে ‘চ্যালেঞ্জিং’ হিসেবে উল্লেখ করে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর কৌশলগত ও প্রযুক্তিগত উন্নয়ন এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে আফগান সেনাবাহিনীর শীর্ষ সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মৌলভি তুরাব-উল-হাদী হাফিযাহুল্লাহ এবং মোল্লা সিদিকুল্লাহ মাস্ত্রী হাফিযাহুল্লাহ, যারা কামান ও যুদ্ধাস্ত্র ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।


তথ্যসূত্র:
1. لوی درستیز: د هر ډول احتمالي برید پر وړاندې باید چمتو و اوسو
– https://tinyurl.com/9kt65esp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসামরিক বাহিনীর সদস্যদের ইউনিফর্ম পরা বাধ্যতামূলক করলো ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি হামলায় একদিনেই শহীদ ১০৫ ফিলিস্তিনি