মাদক বিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারির কাছ থেকে অর্থ নিয়ে আত্মসাৎ তিন কর্মকর্তার

0
43

টাঙ্গাইলের ভূঞাপুরের বাহাদিপুর এলাকায় অভিযানে গিয়ে এক মাদক বিক্রেতার কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার (০৭ জুলাই) অধিদপ্তরের প্রধান কার্যালয় এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানায়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হল টাঙ্গাইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী উপপরিদর্শক মো. জিয়াউর রহমান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়েছে, গত ১৮ জুন টাঙ্গাইলের ভূঞাপুরের বাহাদিপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে ছালেহা বেগমের বাড়ি থেকে টাকা আত্মসাতের অভিযোগ ওঠে এই তিন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগটি সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

তদন্ত–সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে জানায়, অভিযানে গিয়ে ছালেহা বেগম নামের এক মাদক বিক্রেতার বাড়ি থেকে ৯ লাখ টাকা নিয়ে আসে ওই তিন কর্মকর্তা। এমন অভিযোগের ভিত্তিতে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে প্রাথমিক তদন্তে অপরাধ প্রমাণিত পাওয়ায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।


তথ্যসূত্র:
১.অভিযানে গিয়ে মাদক বিক্রেতার কাছ থেকে ‘টাকা নিয়ে আত্মসাৎ’, তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত
-https://tinyurl.com/38xbckkp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফেনীতে টানা বৃষ্টিতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার ওপরে; ডুবে গেছে প্রধান সড়ক
পরবর্তী নিবন্ধমামলা তুলে না নিলে জুলাই আন্দোলনে নিহতের সন্তানকে অপহরণের হুমকি