
রাজশাহী মহানগর বিএনপির এক নেতার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনের একটি কক্ষ দখল করে দলীয় কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে।
সম্প্রতি ওই রেলওয়ে স্টেশনটির একটি পরিত্যক্ত কক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন ও রং করে চেয়ার-টেবিল বসিয়ে ‘রাজনৈতিক কর্মকাণ্ড’ চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় লোকজন গণমাধ্যমকে বলেছে, দখলকৃত কক্ষটিতে নেতৃত্ব দেওয়া নেতার নাম মো. একরাম আলী। সে রাজশাহী মহানগর বিএনপির মতিহার থানা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। দিনের বেলা কক্ষটি তালাবদ্ধ থাকে। সন্ধ্যা বা রাতের দিকে মাসখানেক ধরে লোকজন নিয়ে সে সেখানে বসে।
গণমাধ্যমের বরাতে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনটি বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের উত্তর পাশে স্টেশনবাজার এলাকায় অবস্থিত। এটি বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে এই স্টেশনটি চালু করা হয়েছিল। তবে দীর্ঘদিন ধরেই স্টেশনটি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। কিছু লোকাল ট্রেন এখানে দাঁড়ায়। বেশ কয়েকজন ছিন্নমূল মানুষ সেখানে রাত কাটায়।
৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই কক্ষটি দখলে নিয়ে তালাবদ্ধ করে করেছিল তারা। তবে মাসখানেক আগে থেকে ওই কক্ষটিতে তারা নিয়মিত বসছে। সেটি রঙিন রং করে চেয়ার-টেবিল বসিয়ে ‘পার্টি অফিস’ বানিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে অভিযোগ স্থানীয়দের। সরকারি ও পাবলিক ফাংশনের মতো জায়গায় কক্ষ দখলকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মনে আলোচনার খোরাক হয়েছে।
সরেজমিনে গণমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, কক্ষটিতে একটি টেবিল বসানো আছে। টেবিলটির চারপাশে চেয়ার রয়েছে। সেখানে মহানগর মতিহার থানা বিএনপির সভাপতি একরাম আলী একটি চেয়ারে বসে আছে। তার অন্তত ৮-১০ জনকেও সেই কক্ষে চেয়ারে বসে ও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
তথ্যসূত্র:
১.রেলস্টেশনের কক্ষ দখল করে বিএনপি নেতার ‘পার্টি অফিস’
-https://tinyurl.com/2p3y264s