ইসরায়েলি বন্দিশিবিরে ইতিহাসের ভয়াবহতম দমনপীড়ন: বন্দি সংখ্যা ছাড়াল ১০,৮০০

0
51

ফিলিস্তিনি বন্দি অধিকার সংস্থাগুলো এক যৌথ বিবৃতিতে ৮ জুলাই, (মঙ্গলবার) জানিয়েছে, ২০২৫ সালের জুলাই মাসের শুরুতে দখলদার ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনির সংখ্যা প্রায় ১০,৮০০-তে পৌঁছেছে। ২০০০ সালের পর থেকে এটি সর্বোচ্চ। এই বিশাল সংখ্যক বন্দিদের মধ্যে ৪৫০ জনের বেশি শিশু ও ৫০ জন নারীও রয়েছেন।

সংস্থাগুলোর মতে, প্রকাশিত নথিতে ফিলিস্তিনি বন্দিদের এই সংখ্যায় ইসরায়েলি সামরিক ক্যাম্পগুলোতে আটকদের অন্তর্ভুক্ত করা হয়নি। যাদের অধিকাংশই বিচারবহির্ভূতভাবে এবং জেল তালিকাভুক্ত না করেই বন্দি রাখা হয়েছে। এর অর্থ— সামরিক ক্যাম্পগুলোতে থাকা বন্দিদের সংখ্যা যোগ করলে প্রকৃত বন্দির সংখ্যা আরও অনেক বেশি হবে।

ইসরায়েলের কথিত ‘প্রশাসনিক আটক আইন’ অনুযায়ী বর্তমানে ৩,৬২৯ ফিলিস্তিনিকে অভিযোগ ছাড়াই অনির্দিষ্টকালের জন্য বন্দি করে রাখা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার এ প্রথার তীব্র নিন্দা জানালেও, ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্রটি এই আইনকে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে যাচ্ছে।

এছাড়া ২,৪৫৪ ফিলিস্তিনি বন্দিকে ‘অবৈধ যোদ্ধা’ হিসেবে চিহ্নিত করে বিনা বিচারে আটক রাখা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এ তালিকায় লেবানন ও সিরিয়ার আরব মুসলমানরাও রয়েছেন, যা দখলদার রাষ্ট্রটির আঞ্চলিক সন্ত্রাসনীতিরই প্রতিফলন।

বর্তমানে ৫০ জন ফিলিস্তিনি নারী ইসরায়েলি কারাগারে বন্দি, যাদের মধ্যে দুইজন গাজার বাসিন্দা। পাশাপাশি ৪৫০ জন শিশু আটক রয়েছে, যাদের অধিকাংশকে দিনরাত মানসিক ও শারীরিক নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে।

ডেইমন কারাগারে নারী বন্দিদের অবস্থা সবচেয়ে করুণ। এখানে প্রতিদিন মাত্র ১৫ মিনিটের মুক্ত বাতাসের সময় বরাদ্দ, যা টয়লেট ব্যবহারের জন্য নির্ধারিত। পুরো দিনজুড়ে সেলে তালাবদ্ধ অবস্থায় থাকতে হয়। খাবারের পরিমাণও ভয়াবহভাবে কমিয়ে দেওয়া হয়েছে। কারাগারে ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে বন্দিদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। বন্দি নারীদের বর্বরভাবে লাঞ্ছনা, গালাগালি, থুতু ছিটানো, একাকী নির্জন কক্ষে বন্দিত্ব সহ বিভিন্ন ভয়াবহ নির্যাত করা হচ্ছে।

এই সকল কর্মকাণ্ড ইসরায়েলের বর্বর রাষ্ট্রীয় চরিত্রের নগ্ন প্রকাশ—যা আন্তর্জাতিক মানবাধিকারের সব সীমা লঙ্ঘন করছে। ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল এখন শুধু গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ চালাচ্ছে না, বরং গোটা মধ্যপ্রাচ্য জুড়ে মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমনযজ্ঞে লিপ্ত। গাজায় গণহত্যা, পশ্চিম তীরে দখলদারিত্ব, কারাগারে শিশুদের বন্দিত্ব, নারীদের লাঞ্ছনা, বিচারহীন আটক—এরই কিছু নমুনা মাত্র।


তথ্যসূত্র:
1.10,800 Palestinians in Israeli prisons; highest since Second Intifada
– https://tinyurl.com/3phkepjp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরেলস্টেশনের কক্ষ দখল করে পার্টি অফিস বানানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি হামলায় গাজায় একদিনে শহীদ অর্ধশতাধিক ফিলিস্তিনি