
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলের হামলায় একদিনে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এতে করে দুর্বৃত্ত ইসরায়েলের লাগাতার হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৫৭ হাজার ৬০০ জনে পৌঁছেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সন্ত্রাসী ইসরায়েলের অব্যাহত বিমান ও স্থল হামলার ফলে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫৭৫ জনে। ৮ জুলাই, মঙ্গলবার নতুন করে আরও ৫১টি মরদেহ বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পৌঁছেছে এবং আহত হয়েছে ২৬২ জন। চলমান আগ্রাসন ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়ার পর থেকে গাজায় এই রকম নৃশংস সহিংসতার মাত্রা দিন দিন আরও বেড়ে চলেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে বলা হয়েছে, শহীদদের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে কারণ বহু মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে কিংবা রাস্তায় পড়ে আছে, যেগুলো উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে তুলতে পারছে না। বিশেষ করে হামলার পর পরই যে ধ্বংসযজ্ঞ তৈরি হয়, তার মধ্যে কাজ করা রীতিমতো জীবন ঝুঁকির বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এছাড়া, ৮ জুলাই, মঙ্গলবার শুধুমাত্র মানবিক সহায়তা সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন ৮ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ৭৪ জনেরও বেশি। মার্চ মাস থেকে এই ধরনের সহায়তা নিতে গিয়ে মোট ৭৬৬ জন শহীদ হয়েছেন, আহত হয়েছেন ৫ হাজার ৪৪ জন। এই তথ্য গাজার মানবিক পরিস্থিতির ভয়াবহতা ও সহায়তা কার্যক্রমের বিপন্নতাকে সামনে নিয়ে আসে।
তথ্যসূত্র:
1.Militants kill 5 Israeli soldiers in Gaza and Israeli strikes kill 51 Palestinians
– https://tinyurl.com/2f2mm6r2