আফগানিস্তানের ময়দান ওয়ার্দাক প্রদেশে অ্যান্টিমনি ও সীসা প্রক্রিয়াজাতকরণ কারখানা উদ্বোধন

0
57

আফগানিস্তানের ময়দান ওয়ার্দাক প্রদেশে একটি অ্যান্টিমনি ও সীসা প্রক্রিয়াজাতকরণ কারখানা উদ্বোধন করেছে ইমারতে ইসলামিয়ার প্রাদেশিক গভর্নর কার্যালয়। এতে প্রায় ৫০ লক্ষ ডলার বিনিয়োগ করার উদ্যোগ নেয়া হয়েছে।

কারখানাটি ২৫ একর জমির ওপর নির্মিত হচ্ছে। এটি দৈনিক ৬০ টন পরিশোধিত সীসা ও অ্যান্টিমনি প্রক্রিয়াজাত করতে সক্ষম হবে।

প্লান্টটিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৪০০ জন লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ইতোমধ্যে কারখানাটির নির্মাণ কাজ ৭০ শতাংশ পর্যন্ত সম্পন্ন হয়েছে। অবশিষ্ট নির্মাণ কাজ আগামী ২ মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোগটির ইতিবাচক অর্থনৈতিক প্রভাব তুলে ধরেছেন সরকারি প্রতিনিধিগণ। তারা উক্ত অঞ্চল ও দেশের জন্য একটি উল্লেখযোগ্য অর্থনৈতিক মাইলফলক হিসেবে এটির প্রশংসা করেছেন। বিশেষ করে ময়দান ওয়ার্দাক অঞ্চলের বাসিন্দাগণ এর দ্বারা বেশ উপকৃত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি দেশে মজুদ থাকা বিপুল খনিজ সম্পদ স্থানীয়ভাবে প্রক্রিয়াজাতকরণের গুরুত্ব তুলে ধরেছেন কর্মকর্তাগণ।


তথ্যসূত্র:
1. $5 Million Antimony, Lead Processing Plant Inaugurated in Wardak
– https://tinyurl.com/3y2h8uvp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি হামলায় গাজায় একদিনে শহীদ অর্ধশতাধিক ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধফ্রান্সে বিধ্বংসী দাবানলে আহত ১০০-এর বেশি, ঘন ধোঁয়ায় আচ্ছন্ন শহর