
ভারী বর্ষণে তলিয়ে গেছে নোয়াখালী জেলা শহর। গত ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে নোয়াখালী আবহাওয়া বিভাগ।
বুধবার (৯ জুলাই) , তিন দিনের টানা বৃষ্টির পানিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার কার্যালয়ের সামনে, মৎস্য ভবন, ফায়ার সার্ভিস, জেলা সশস্ত্র বাহিনী র্বোডসহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে পানিতে তলিয়ে গেছে।
জানা গেছে, টাউন হল মোড়, ইসলামিয়া সড়ক, মহিলা কলেজ সড়ক, নোয়াখালী কলজে সড়ক, জেলখানা সড়ক, মাইজদী বাজার সড়ক, বাড়িঘর ও কিছু শিক্ষা প্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে। এছাড়া জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী পৌরসভার অধিকাংশ সড়ক পানিতে ডুবে গেছে।
এছাড়া জেলা সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখলি, সেনবাগ, কোম্পানীগঞ্জ, কবরিহাট, সুবর্ণচর, হাতিয়াসহ নয়টি উপজেলার অনেক রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়ছে মানুষরা। এভাবে ভারী বর্ষণ অব্যাহত থাকলে বন্যার হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী।
তথ্যসূত্র:
১.ভারী বর্ষণে তলিয়ে গেছে নোয়াখালী জেলা শহর
-https://tinyurl.com/y34ky3fy