সীমিত সম্পদ সত্ত্বেও শরণার্থীদের ব্যবস্থাপনায় ইমারতে ইসলামিয়ার প্রশংসা করতে বাধ্য হচ্ছে জাতিসংঘ

0
91

সীমিত সম্পদ থাকা সত্ত্বেও প্রতিবেশী দেশ থেকে ফেরত আসা গণ-শরণার্থীদের ব্যবস্থাপনায় প্রশংসনীয় অবদান রেখে চলেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান, যা আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ বারবার স্বীকার করতে বাধ্য হয়েছে। ইমারতে ইসলামিয়ার গৃহায়ন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ জানান, শরণার্থীদের জন্য দেশের ২৫টি প্রদেশে ৬০টি নগরী চিহ্নিত করেছে শরণার্থী পুনর্বাসন বিষয়ক হাই কমিশন কমিটি।

মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ কামাল আফগান হাফিযাহুল্লাহ জানান, শরণার্থীদের স্থায়ী আবাসনের জন্য দেশব্যাপী এখন পর্যন্ত ৬০টি নগরী গড়ে তুলেছে ইমারতে ইসলামিয়ার গৃহায়ন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়। অতিরিক্ত আরও জমি নির্ধারণ এবং জমি সংশ্লিষ্ট আইনি সমস্যার সমাধান করতে মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটির সদস্যগণ কাজ করে যাচ্ছেন। এছাড়া তাদের স্থানান্তর প্রক্রিয়া সহজতর করা এবং নির্ধারিত তালিকা অনুযায়ী প্রকৃত সমস্যাগ্রস্ত পরিবারের মধ্যে জমি বিতরণ করতে এই টেকনিক্যাল কমিটি বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছেন।

নগর উন্নয়ন মন্ত্রণালয়ের সূত্রে আরও জানা যায়, শরণার্থী নগরীগুলো ইমারতে ইসলামিয়া সরকারের নিজস্ব বাজেটের অর্থায়নে নির্মাণ করা হয়েছে। অপরদিকে অভাবী শরণার্থীদের জন্য গৃহ নির্মাণ, নাগরিক সুযোগ-সুবিধা সরবরাহ নিশ্চিত করতে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সমন্বিত প্রয়াস অন্তর্ভুক্ত করতে কাজ করে যাচ্ছে ইমারতে ইসলামিয়ার অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুর রহমান হাবিব হাফিযাহুল্লাহ বলেন, যেহেতু দেশান্তর একটি সামাজিক ও আন্তর্জাতিক বিষয়, তাই শরণার্থীদের সহায়তায় পাশে দাঁড়ানো আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বের আওতায় পড়ে।

সে মোতাবেক কোন ধরনের রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আফগান শরণার্থীদের নিঃশর্ত মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখতে আন্তর্জাতিক সংস্থা ও সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টগণ।

ইমারতে ইসলামিয়ার শরণার্থী ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, শরণার্থীদের জন্য সারাদেশে প্রায় ৬০টি নগরী বরাদ্দ দেয়া হয়েছে, এর মধ্যে ২২টি নগরীতে বর্তমানে শরণার্থীরা বসবাস করছেন।


তথ্যসূত্র:
1. United Nations Praised the Effort of the Islamic Emirate for the managing of the returning refugees from the neighboring countries despite limited resources.
– https://tinyurl.com/4hh8uayc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিমা সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে মোগাদিশুতে শাবাবের ইস্তেশহাদী হামলা
পরবর্তী নিবন্ধআবারও ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত