আবারও ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

0
84

ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে থাকা দুই পাইলটই নিহত হয়েছে। ৯ জুলাই, বুধবার দুপুর ১টা ২৫ মিনিটের দিকে এটি রাজস্থানের চুরু জেলার ভানোদা গ্রামে বিধ্বস্ত হয়। স্থানীয় থানার ইনচার্জ রাজালদেসার কমলেশ সংবাদ সংস্থা পিটিআই-কে জানায়, যুদ্ধবিমানটি ভানোদা গ্রামের কৃষিজমিতে বিধ্বস্ত হয়।

বিমানটি বুধবার দুইজন পাইলটসহ ভারতের সুরতগড় বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। এই ভারতীয় যুদ্ধবিমান দুর্ঘটনায় দুই পাইলটই নিহত হয়েছে। বিমান বাহিনী এক বিবৃতিতে জানায়, ‘বুধবার রাজস্থানের চুরু জেলার কাছে রুটিন প্রশিক্ষণ মিশনের সময় একটি জাগুয়ার প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় উভয় পাইলটই গুরুতর আঘাত পায় এবং মারা যায়।’

এর আগে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানবদেহের অংশ পাওয়া গেছে, যা থেকে অনুমান করা হয়, বিমানে থাকা পাইলট হয়তো বেঁচে নেই। দুর্ঘটনাস্থলে প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত পৌঁছে যায়। তদন্ত এবং উদ্ধার কার্যক্রম এখনও চলছে। আরও তথ্য তদন্ত শেষে প্রকাশ করা হবে।

তিন মাস আগে, এপ্রিল মাসে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। তখন দেশটির বিমানবাহিনীর একটি দুই আসনের জাগুয়ার যুদ্ধবিমান জামনগর বিমানঘাঁটি থেকে রাতের একটি মিশনে অংশ নিতে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় পাইলট সিদ্ধার্থ যাদব ইজেকশনের সময় গুরুতর আহত হয়ে প্রাণ হারায়। অপর পাইলটও গুরুতর আহত হয়।


তথ্যসূত্র:
1.IAF fighter jet crash: Both pilots killed as routine training mission turns fatal in Rajasthan’s Churu
– https://tinyurl.com/zjr5vyj2
2. Indian Air Force Jaguar trainer aircraft crashes in Rajasthan’s Churu, both pilots killed
– https://tinyurl.com/yzvbfhvt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসীমিত সম্পদ সত্ত্বেও শরণার্থীদের ব্যবস্থাপনায় ইমারতে ইসলামিয়ার প্রশংসা করতে বাধ্য হচ্ছে জাতিসংঘ
পরবর্তী নিবন্ধইসরায়েলি বর্বরতায় বেড়েই চলেছে মৃত্যু মিছিল, গাজায় নিহত আরও ১০৫