
দখলদার ইসরায়েলি বিমানবাহিনীর অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউনিটে মোতায়েন সেনাদের র্যাগিংয়ের নামে যৌন হেনস্তা, হুমকি ও সমকামিতায় বাধ্য করার অভিযোগে সাত সৈন্যকে আটক করেছে দেশটির সামরিক পুলিশ।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, ৮ জুলাই, মঙ্গলবার রাতে অভিযুক্তদের আটক করা হয়। তাদের সবাই ১৩৬ নম্বর এয়ার ডিফেন্স ব্যাটালিয়নের সদস্য। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামরিক পুলিশ জানিয়েছে, ‘দীক্ষা অনুষ্ঠান’-এর সময় এই সেনারা জুনিয়র সদস্যদের সঙ্গে গুরুতর অসদাচরণ করেছে।
আরেকটি স্থানীয় সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে অন্তত ১০ জন জুনিয়র সেনা এসব নিপীড়নের শিকার হয়। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত সিনিয়র সেনারা জুনিয়র সদস্যদের ওপর শারীরিক নিপীড়ন চালিয়েছেন, যৌন হেনস্তা ও মারধর করেছে, হুমকি দিয়েছেন এবং কিছু ক্ষেত্রে সমকামিতায় বাধ্য করেছে।
এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পর অভিযুক্তদের বিরুদ্ধে সামরিক আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
বিশ্লোষকরা মনে করছেন, গাজা হণহত্যার পাশাপাশি নিজ সৈন্যদের উপর যৌন সহিংসতার এসব ঘটনার ইসরায়েলি বাহিনীর নোংরা, সহিংস ও বর্বর মানসিকতারই বহিঃপ্রকাশ
তথ্যসূত্র:
1.7 soldiers from Arrow unit detained for alleged abuse of junior troops
– https://tinyurl.com/4k3s5k45