
ভিডিওতে আফগানিস্তনের কাবুলে অবস্থিত একটি পাইপ নির্মাণ কারখানার কার্যক্রম প্রদর্শিত হচ্ছে। এই কারখানাতে বিভিন্ন সাইজ ও বিভিন্ন ধরনের পাইপ তৈরি করা হয়। প্রায় ৩০ জন লোক এই কারখানায় কাজ করে থাকেন।
আফগানিস্তানে এখন নিজ দেশেই আন্তর্জাতিক মানের পণ্য তৈরি হচ্ছে। সম্প্রতি আফগানিস্তানে দেশীয় পণ্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
তালিবান শাসনামলে বিদ্যমান সুযোগ-সুবিধা দেশে শিল্পকার্যক্রম বাড়াতে ইতিবাচক প্রভাব তৈরি করেছে। দেশীয় উৎপাদন বৃদ্ধির ফলে বিদেশ হতে আমদানিকৃত পণ্যের চাহিদা উল্লেখযোগ্য মাত্রায় কমে এসেছে।
ভিডিওটি দেখুন: https://www.youtube.com/shorts/jd8ghuixcZ0
তথ্যসূত্র:
1. Increased domestic production has reduced the demand for foreign imports.
– https://tinyurl.com/2p35r35p


