ফেনীতে পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত ৫০টি গ্ৰাম পানিবন্দি অর্ধলক্ষ মানুষ; ডুবে গেছে ফেনী-ছাগলনাইয়া মহাসড়ক

0
39

এবার ডুবল ফেনী-ছাগলনাইয়া মহাসড়ক।
মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধভাঙা পানি ফুলগাজী হয়ে ছাগলনাইয়ার দিকে আসতে শুরু করেছে। এর ফলে ফেনী-ছাগলনাইয়া সড়ক ডুবে গেছে।

বুধবার (৯ জুলাই) রাতে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক মহাসড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত শুরু করেছে। এতে করে ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের রেজুমিয়া, কাশিমপুর, নিজপানুয়াসহ নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।

স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন, ফুলগাজী ও পরশুরামের বাঁধভাঙ্গা পানির স্রোত এবার ছাগলনাইয়া উপজেলা এবং ফেনী সদর উপজেলার দিকে আসতে শুরু করেছে। বুধবার রাত থেকে এসব নতুন নতুন এলাকায় পানি বাড়তে শুরু করে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে  ফেনী ছাগলনাইয়া আঞ্চলিক মহাসড়কের পাঠাননগর ইউনিয়নের রেজুনিয়া অংশে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এ সড়কের কোথায়ও এক ফুট কোথাও দুই থেকে তিন ফুট পর্যন্ত পানি গড়িয়ে যাচ্ছে। এ কারণে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়ন, সদর উপজেলার মোটবী ইউনিয়ন, ছনুয়া ইউনিয়ন ও ফাজিলপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করতে শুরু করেছে। এসব এলাকার পুকুর ভেসে গেছে। তবে ফুলগাজী উপজেলায় বাঁধভাঙা পানির চাপ কমতে শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এরআগে সোমবার থেকে ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির চাপে ফুলগাজী ও পরশুরামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০ স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। ইতোমধ্যে প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়ে অর্ধলাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। দুর্গম এলাকায় দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফেনী থেকে ফুলগাজী-পরশুরামে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে প্রশাসন, রাজনৈতিক সংগঠন ও স্বেচ্ছাসেবকরা কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় নিয়োজিত রয়েছে।


তথ্যসূত্র:
১.এবার ডুবল ফেনী-ছাগলনাইয়া সড়ক
-https://tinyurl.com/49xcnzpb

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও ।। দেশীয় উৎপাদন বৃদ্ধির ফলে আফগানিস্তানে কমে এসেছে বিদেশী পণ্যের চাহিদা
পরবর্তী নিবন্ধফেনীতে বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কহীন এলাকায় চরম বিপাকে স্থানীয়রা