জুলাই হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত ও মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করলো সাবেক আইজিপি

0
88

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছে।

ট্রাইব্যুনালে সে বলেছে—আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

জুলাই গণহত্যা চলাকালীন পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছে—এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।

বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বক্তব্য সে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেয় ট্রাইব্যুনাল।

তার আগে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩ জনের আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


তথ্যসূত্র:
১.‘আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত’, ট্রাইব্যুনালে সাবেক আইজিপি
-https://tinyurl.com/5y5pewsj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনেত্রকোনার বিজয়পুর সীমান্তে ২১ জনকে পুশ ইন করলো বিএসএফ
পরবর্তী নিবন্ধভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বিপৎসীমার মাত্র দেড় মিটার নিচে গোমতী নদীর পানি