
সম্প্রতি ইরান আফগান শরণার্থীদের গণহারে দেশ থেকে ফেরত পাঠাচ্ছে। জুলাই মাসের প্রথম সপ্তাহে ১৭,০০০ এরও বেশি আফগান শরণার্থী আফগানিস্তানে ফেরত পাঠিয়েছে। এই শরণার্থীদের অনেকেই ইরানে বহু বছর ধরে বসবাস করছিল, এবং কিছু শরণার্থী ইরানে জন্মগ্রহণও করেছেন।
১০ জুলাই আমু টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে, জুলাই মাসের প্রথম সপ্তাহে ইরান ১৭,৫৭৭ জন আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী ২০২৫ সালে এখন পর্যন্ত অন্তত ৭,০০,০০০ আফগান শরণার্থীকে ইরান থেকে ফেরত পাঠানো হয়েছে।
অন্যদিকে, পাকিস্তানও আফগান নাগরিকদের গণহারে বহিষ্কার অব্যাহত রেখেছে, এবং গত এক সপ্তাহে ৪২৮ জন আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে।
এদিকে, সীমিত সম্পদ থাকা সত্ত্বেও প্রতিবেশী দেশ থেকে ফেরত আসা শরণার্থীদের ব্যবস্থাপনায় প্রশংসনীয় অবদান রেখে চলেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। ইমারতে ইসলামিয়ার গৃহায়ন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ জানান, শরণার্থীদের জন্য দেশের ২৫টি প্রদেশে ৬০টি নগরী চিহ্নিত করেছে শরণার্থী পুনর্বাসন বিষয়ক হাই কমিশন কমিটি।
এছাড়াও শরণার্থীদের স্থায়ী আবাসনের জন্য দেশব্যাপী এখন পর্যন্ত ৬০টি নগরী গড়ে তুলেছে ইমারতে ইসলামিয়ার গৃহায়ন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়। অতিরিক্ত আরও জমি নির্ধারণ কাজ করে যাচ্ছেন কর্তৃপক্ষ। পাশাপাশি ইমারতে ইসলামিয়া সরকার শরণার্থীদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছে।
তথ্যসূত্র:
1. Iran expels over 17,000 migrant families in five days
– https://tinyurl.com/3f5s9npz