পবিত্র ঈদুল ফিতরকে ব্যঙ্গ করে পত্রিকায় কার্টুন প্রকাশ; প্রথম আলোর সম্পাদকসহ ০৩ জনের বিরুদ্ধে মামলা

0
88

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদকসহ তিনজনের নামে মামলা হয়েছে। সেই সঙ্গে সিআইডিকে তদন্তের নির্দেশও দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১০ জুলাই) এ আদেশ দেয় আদালত।

সম্প্রতি নজরুল ইসলাম নামে সংক্ষুব্ধ এক ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক ও এক গ্রাফিক্স ডিজাইনারের বিরুদ্ধে মামলার আবেদন করেন। বৃহস্পতিবার আদালত মামলা গ্রহণ করে তদন্তের নির্দেশ দেয়।

নজরুল ইসলাম তার আবেদনে উল্লেখ করেন, গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক লেখা একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে।

এ কাজটি একটি সচেতন ও সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদুল ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত এবং হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

তার অভিযোগে আরও বলা হয়, আসামিরা স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃত ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে ব্যঙ্গাত্মক কার্টুন ছেপে মুসলিম উম্মাহর ঈদের মতো পবিত্র ইবাদতকে হেয় প্রতিপন্ন ও অবমাননা করেছে।


তথ্যসূত্র:
১.প্রথম আলোর সম্পাদকসহ ৩ জনের নামে মামলা, সিআইডিকে তদন্তের নির্দেশ
-https://tinyurl.com/5b3p7drj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় দিশেহারা দখলদার বাহিনী, নিজেদের ফাঁদেই মারা গেল ইউনিট কমান্ডার
পরবর্তী নিবন্ধভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীতে বন্যায় প্লাবিত ৯৮টি গ্ৰাম; জনজীবনে দুর্ভোগ