সুনামগঞ্জ সীমান্তে বুক বরাবর গুলি করে এক বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ

0
25

সুনামগঞ্জের দোয়ারা বাজারের ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) রাতে উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম (৪৫) উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, শুক্রবার রাতে দোয়ারা বাজারের বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে গরু পারাপার করে আনতে যায় শফিকুল ইসলাম (৪৫)। বিএসএফ বিষয়টি দেখতে পেয়ে পারাপারকারীদের লক্ষ্য করে গুলি ছুড়লে শফিকুল ইসলাম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মূলত গুলিটি তার বুক বরাবর লেগেছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/4x4ee9ez

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভালো প্রতিবেশী দেশ হিসেবে ইরানের নিকট শরণার্থীদের সম্মানজনক প্রত্যাবাসন প্রত্যাশা করি: তালিবান প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধসিরিয়ার কৃষিজমিতে আগুন ধরিয়ে দিলো দুর্বৃত্ত ইসরায়েলি বাহিনী