আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

0
41

দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির দুই পক্ষের ব্যাপক সংঘর্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। শুক্রবার(১১জুলাই) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কাচিনিয়া বাজার এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ হয়।

সংঘর্ষ চলাকালে ভাঙচুর করা হয় অন্তত ৪০টি মোটরসাইকেল। পুরো বাজারজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা, দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল বাজারে অবস্থান নেয়।

স্থানীয় সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া ও অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমানের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্নেল মোস্তাফিজের অনুসারীরা কাচিনিয়া বাজারে একটি সভার আয়োজন করলে সেখানে আখতারুজ্জামানের অনুসারীরা হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, প্রথমে বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জলিল শাহকে প্রকাশ্যে মারধর ও বিবস্ত্র করা হয়। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয় সাবেক ইউপি সদস্য আশরাফ আলী।


তথ্যসূত্র:
১. দিনাজপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
– https://tinyurl.com/34a5ah8d

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ার কৃষিজমিতে আগুন ধরিয়ে দিলো দুর্বৃত্ত ইসরায়েলি বাহিনী
পরবর্তী নিবন্ধঅবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার ভারতীয় নাগরিক