
নেত্রকোণার দুর্গাপুরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মহিদুল মণ্ডল নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। শুক্রবার (১১ জুলাই) দুপুরে অনুপ্রবেশ মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মহিদুল মণ্ডল ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার মালদা পশ্চিমপাড়া গ্রামের সুরত মণ্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বৃহস্পতিবার দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি ও দক্ষিণপাড়া এলাকায় মহিদুল মণ্ডলকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। এক পর্যায়ে তাদের জিজ্ঞাসাবাদে মহিদুল নিজেকে ভারতীয় নাগরিক বলে পরিচয় দেয় এবং সে উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা বলে স্বীকার করে।
গত ১৫-১৬ দিন আগে ভারতে থাকা কিছু বাংলাদেশির সঙ্গে কাজের আশায় সে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে।
তথ্যসূত্র:
১. বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
– https://tinyurl.com/yesmaxuw


