
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের আবারও বর্বর ড্রোন হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল। ১১ জুলাই, শুক্রবার দেশটির আল-নাবাতিয়া শহরে চালানো এ হামলায় অন্তত ৬ জন হতাহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। দখলদার ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি থাকলেও সাম্প্রতিক এই হামলা আবারও ওই অঞ্চলের উত্তেজনাকে উস্কে দিয়েছে।
স্থানীয় সময় শুক্রবার দুপুরে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের আল-নাবাতিয়া শহরে একটি বেসামরিক গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। এই হামলায় ঘটনাস্থলেই ১ জন নিহত হন এবং ৫ জন মারাত্মকভাবে আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িটি সাধারণ নাগরিকদের ব্যবহৃত একটি বাহন ছিল। ড্রোন হামলার পরপরই ঘটনাস্থলে ব্যাপক আগুন ধরে যায় এবং উদ্ধারকাজে বেগ পেতে হয়।
এই ঘটনার প্রেক্ষিতে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মন্তব্য করেছে, বর্তমান পরিস্থিতিতে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনও প্রশ্নই ওঠে না। সে জানায়, লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘনের এসব কর্মকাণ্ড বন্ধ না হলে অঞ্চলজুড়ে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়বে।
তথ্যসূত্র:
1. Lebanon says Israeli strike kills one as Beirut rules out normalisation
– https://tinyurl.com/347pk67e
2. Israeli strike in south Lebanon said to kill one person, wound five
– https://tinyurl.com/3b4mmjzw