ভিডিও || ভারতে মহিষ পরিবহন করায় দুই মুসলিমকে হয়রানি করলো হিন্দুত্ববাদীরা

0
33

গরু নয়, এবার মহিষ পরিবহনের কারণে দুই মুসলিম ব্যক্তিকে চরম হয়রানির শিকার হতে হয়েছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় বজরং দলের সদস্যদের হাতে। ১২ জুলাই মধ্য প্রদেশের বক্সওয়াহা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই দুই ব্যক্তি মহিষ পরিবহন করছিলেন। কিন্তু তাদের বিরুদ্ধে গরু পাচারের মিথ্যা অভিযোগ তোলা হয় এবং তারা হিন্দুত্ববাদী দলের সদস্যদের আক্রমণের শিকার হন।

ভারতীয় মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিন্দুত্বওয়াচ তাদের সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও প্রকাশ করে। ভিডিওটিতে দেখা যায়, রাষ্ট্রীয় বজরং দলের কর্মীরা দুই মুসলিম ব্যক্তিকে থামিয়ে গরু পাচারের অভিযোগ তোলে এবং তাদের সাথে অমানবিক আচরণ করে। এ সময় ভিডিওতে স্পষ্ট দেখা যায় গরু নয় তারা মহিষ পরিবহন করছিল।

ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:

https://archive.org/details/vhp-bajrang-dal-stopped-two-men-transporting-buffaloes-12-07-2025


তথ্যসূত্র:
1. Cow vigilantes affiliated to VHP-Bajrang Dal stopped two men transporting buffaloes and harassed them,
– https://tinyurl.com/8kucjcsf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || এবার আসামে যুবকদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে হিন্দুত্ববাদী সংগঠন ‘রাষ্ট্রীয় বজরং দল’
পরবর্তী নিবন্ধইসরায়েলি বর্বরতায় গাজা এখন ‘শিশুদের কবরস্থান’