
সম্প্রতি চীন সফরকালে আন্তর্জাতিক রেলওয়ে ইউনিয়ন (ইউআইসি) এর ১২তম অধিবেশন অংশগ্রহণ করেছেন ইমারতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রণালয়ের রেলপথ উপমন্ত্রী মৌলভী মুহাম্মদ ইসহাক সাহিবযাদা হাফিযাহুল্লাহ। চীন আয়োজিত এই বিশ্ব সম্মেলনে ৬০টি দেশের উচ্চপদস্থ প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
রেলওয়ে খাতে আধুনিক উন্নয়ন সম্পর্কে বৈঠকে অংশগ্রহণকারীগণ বিস্তৃত পরিসরে আলোচনা করেছেন। এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল অবকাঠামোগত অগ্রগতি, সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার।
রেলওয়ে পরিবহন খাতে দক্ষতা বিনিময় ও আন্তর্জাতিক সহযোগিতা প্রসারের জন্য এই অধিবেশন একটি মৌলিক প্ল্যাটফর্ম হিসেবে গণ্য হয়ে আসছে।
উল্লেখ্য যে, ২০১৩ সালে ইউআইসি ইউনিয়নে আফগানিস্তান যোগদান করেছিল। বর্তমান ইমারতে ইসলামিয়া সরকারের শাসনামলে আফগানিস্তানের রেলপথ নেটওয়ার্ক ব্যাপকভাবে সম্প্রসারিত হচ্ছে।
তথ্যসূত্র:
1. Deputy Minister for Railways participated in the 12th Congress of the International Union of Railways
– https://tinyurl.com/3u8jfx7r