
বর্বর ইসরায়েলি হামলায় ১২ জুলাই, শনিবার গাজা উপত্যকাজুড়ে অন্তত ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। একই সঙ্গে মাসের পর মাস ধরে চলা দখলদার ইসরায়েলের কঠোর অবরোধের কারণে বহু শিশু অপুষ্টিতে মারা গেছে।
এদিনের নিহতদের মধ্যে ১৪ জনই গাজা সিটিতে প্রাণ হারিয়েছে। তাদের মধ্যে চারজন জাফা স্ট্রিটের তুফাহ এলাকায় একটি আবাসিক ভবনে চালানো ইসরায়েলি হামলায় প্রাণ হারায়। এ সময় আরো ১০ জন আহত হয়।
এ ছাড়া রাফার উত্তরে ত্রাণ নিতে যাওয়া অন্তত ৩৪ জন ফিলিস্তিনি ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনীর গুলিতে নিহত হয়। সেখানে একমাত্র সক্রিয় জিএইচএফ ত্রাণ কেন্দ্রটি অবস্থিত। এই সহায়তা কেন্দ্রগুলোকে মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ ‘মানব হত্যাযন্ত্র’ ও ‘মৃত্যুকূপ’ হিসেবে বর্ণনা করেছে।
আলজাজিরার খবরে বলা হয়েছে, রাফার আল-শাকুশ এলাকায় ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে অবস্থানরত ফিলিস্তিনিদের ওপর সরাসরি গুলি চালায় ইসরায়েলি বাহিনী। দেইর আল-বালাহ থেকে আলজাজিরার হানি মাহমুদ জানান, ত্রাণ বিতরণের সময় ইসরায়েলি সেনারা একটি বড় জনসমাবেশের ওপর নির্বিচারে গুলি চালায়। তিনি বলেন, ‘উত্তরের অনেক হতাশ পরিবার রাফায় একমাত্র সক্রিয় ত্রাণকেন্দ্র পৌঁছতে বিপজ্জনক যাত্রা করে দক্ষিণে চলে আসছে।
আহতদের খান ইউনিসের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে জানিয়ে মাহমুদ আরো বলেন, ‘অনেক মরদেহ এখনো মাটিতে পড়ে রয়েছে।’
অন্যদিকে পাল্লা দিয়ে চলা সহিংসতা ও অব্যাহত অবরোধের মধ্যে গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত অপুষ্টিতে ৬৭ শিশু মারা গেছে এবং পাঁচ বছরের কম বয়সী প্রায় সাড়ে ছয় লাখ শিশু ‘তীব্র অপুষ্টির বাস্তব ও তাৎক্ষণিক ঝুঁকিতে’ রয়েছে।
এক বিবৃতিতে গণমাধ্যম দপ্তর বলেছে, ‘গত তিন দিনে আমরা খাবার ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রীর ঘাটতির কারণে বহু মৃত্যুর ঘটনা নথিভুক্ত করেছি। এটি এক নির্মম মানবিক পরিস্থিতি। এই ভয়াবহ বাস্তবতা গাজায় নজিরবিহীন মানবিক বিপর্যয়ের গভীরতা তুলে ধরে।
তথ্যসূত্র:
1. Dozens killed by Israel at aid site in Gaza, children dying of malnutrition
– https://tinyurl.com/2fkbbd82