সীমান্তে গুলি করে হত্যার আড়াই মাস পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ

0
21

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে নিহতের প্রায় আড়াই মাস পর ওবাইদুল ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশির মরদেহ ফেরত দেওয়া হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে গোপালপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে বিএসএফ। এর আগে গত ২৮ এপ্রিল মহেশপুর সীমান্তে ওবাইদুল ইসলামকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে।

মহেশপুর থানা ও বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের ৫৯ বিএসএফের মধুপুর ক্যাম্প ও বাংলাদেশের ৫৮-বিজিবির মাটিলা কোম্পানি কমান্ডারের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠক ওই যুবকের মরদেহ ফেরত দেওয়া হয়েছে। পতাকা বৈঠকে নিহত ওবাইদুল ইমলামের পিতা হানেফ আলী ও তার পরিবারের লোকজন মরদেহ শনাক্ত করে। এরপর মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

সবশেষ ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বাদগা থানার এস আই বিশ্বজিৎ পাল মহেশপুর থানা পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে মরদেহটি হস্তান্তর করে।

৫৮-বিজিবির অধিনায়ক লেফটেন্ট্যান্ট কর্নেল রফিকুল আলম তিনি বলেন, পতাকা বৈঠকে ওবাইদুলের মরদেহ শনাক্ত করেছে তার পরিবার। পরে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। র্দীঘদিন ধরে দুই পক্ষের মধ্যে চিঠি আদান-প্রদানের মাধ্যমে এই কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।


তথ্যসূত্র:
১. গুলিতে নিহতের আড়াই মাস পর বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ
– https://tinyurl.com/3a24ju49

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রশিক্ষণ সম্পন্ন করেছেন ইমারতে ইসলামিয়ার আল-ফাতহ কোরের ৮০০ জন যুবক সেনাসদস্য
পরবর্তী নিবন্ধদুই প্যাকেট ইয়াবা পায়ুপথে নিয়ে পাচারকালে বিএনপি নেতা আটক