
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মো. আসকর আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ।
শনিবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার মিনাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আসকর আলী ওই উপজেলার হরিপুর ইউনিয়নের জীবনপুর এলাকার মো. কানু আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোররাত ৪টার দিকে হরিপুর ইউনিয়নের মিনাপুর বিওপির আওতাধীন ৩৫৩ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে যান আসকর আলী। তিনি সীমান্তের কাঁটাতারের কাছে পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন আসকর আলীর নিথর দেহ কাঁটাতারের পাশে পড়ে আছে।
তথ্যসূত্র:
১. ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
– https://tinyurl.com/354k9zd7