ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা করল বিএসএফ

0
21

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মো. আসকর আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ।

শনিবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার মিনাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আসকর আলী ওই উপজেলার হরিপুর ইউনিয়নের জীবনপুর এলাকার মো. কানু আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোররাত ৪টার দিকে হরিপুর ইউনিয়নের মিনাপুর বিওপির আওতাধীন ৩৫৩ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে যান আসকর আলী। তিনি সীমান্তের কাঁটাতারের কাছে পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন আসকর আলীর নিথর দেহ কাঁটাতারের পাশে পড়ে আছে।


তথ্যসূত্র:
১. ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
– https://tinyurl.com/354k9zd7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৫ কোটি টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা; এলোপাথারি গুলি
পরবর্তী নিবন্ধফ্যাসিস্ট শেখ হাসিনার মেয়ে পুতুলকে অনির্দিষ্ট কালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা