গাজায় বর্বর ইসরায়েলি হামলায় একদিনেই শহীদ দুই সাংবাদিক

0
22

১৪ জুলাই, সোমবার গাজায় বর্বর ইসরায়েলি হামলায় আবারও প্রাণ গেল দুই ফিলিস্তিনি সাংবাদিকের। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তাদের একজন শহীদ হয়েছেন নিজের বিধ্বস্ত বাড়ি পরিদর্শনের সময়, আরেকজন শহীদ হয়েছেন পরিবারসহ। সাংবাদিকদের উপর এমন সহিংসতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করছে।

ঘটনাটি ঘটেছে ১৪ জুলাই, সোমবার গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শহীদ দুই সাংবাদিকের একজন হলেন ফাদি খলিফা। তিনি গাজার দক্ষিণ-পূর্বে আল-জাইতুন এলাকায় নিজের ধ্বংসপ্রাপ্ত বাড়ি দেখতে গিয়েছিলেন। তখন সেখানে দখলদার ইসরায়েলি বাহিনীর এক বিমান হামলায় তার মৃত্যু হয়। হামলায় তার সঙ্গে আরও একজন বেসামরিক নাগরিকও শহীদ হন।

অন্যদিকে, গাজা শহরের খান ইউনিসের উত্তরের আল-কারারা এলাকায় শহীদ হয়েছেন আরেক সাংবাদিক হুসাম সালেহ আল-আদলুনি। ইসরায়েলি বিমান বাহিনী তার পরিবারের তাবু লক্ষ্য করে হামলা চালালে ঘটনাস্থলেই তিনি, তার স্ত্রী এবং তাদের তিন শিশুসন্তান শহীদ হন। ওই পরিবারটি ইসরায়েলি হামলার কারণে গৃহহারা হয়ে সেখানেই অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা।

ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, “এই ঘটনা সাংবাদিকদের প্রতি সন্ত্রাসী ইসরায়েলের ভয়াবহ সহিংসতা ও দমননীতির ধারাবাহিকতা।” সংগঠনটি বলেছে, সাংবাদিকদের হত্যা কেবল মানবিক অধিকার লঙ্ঘন নয়, এটি সঠিক তথ্যের প্রবাহ ও সত্য অনুসন্ধানের পথকেও ধ্বংস করছে।

গাজায় বর্বর ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাবে মোট ২৩১ জন সাংবাদিক শহীদ হয়েছেন। এছাড়া, গাজাজুড়ে চলমান হামলায় বেসামরিক মৃত্যুর সংখ্যাও প্রতিদিন বাড়ছে। চিকিৎসা সূত্রে জানা গেছে, ১৪ জুলাই, সোমবারের হামলায় অন্তত ৭৮ জন বেসামরিক মানুষ শহীদ হয়েছেন, যাদের মধ্যে ৫২ জন কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলের বাসিন্দা।


তথ্যসূত্র:
1. Two more Palestinian journalists killed in Israeli airstrikes on Gaza
– https://tinyurl.com/yck5farc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় শিশুসহ ৭৮ ফিলিস্তিনিকে শহীদ করল দখলদার ইসরায়েল
পরবর্তী নিবন্ধগাজায় ট্যাঙ্ক বিস্ফোরণে ৩ দখলদার ইসরায়েলি সেনা নিহত