
উত্তর গাজায় সামরিক আগ্রাসন চালাতে গিয়ে ট্যাঙ্ক বিস্ফোরণে দখলদার ইসরায়েলি বাহিনীর তিন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে একই ব্রিগেডের আরেকজন অফিসার।
নিহত তিনজন হল ২১ বছর বয়সী স্টাফ-সার্জেন্ট শোহার মেনাহেম, ২০ বছর বয়সী সার্জেন্ট শ্লোমো ইয়াকির শ্রেম, এবং ১৯ বছর বয়সী সার্জেন্ট ইউলি ফ্যাক্টর। তারা সবাই আইডিএফের সাঁজোয়া কোরের ৪০১তম ব্রিগেডে কর্মরত ছিল।
ঘটনাটি ঘটেছে গাজার জাবালিয়া এলাকায়। সেখানে স্থানীয় অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে সেনা অভিযান চলছিল। ১৪ জুলাই, সোমবার দুপুর নাগাদ ওই ট্যাঙ্কের ভেতর হঠাৎ বিস্ফোরণ ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, এটি প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের আঘাতে ঘটেছে। কিন্তু পরে আইডিএফ জানায়, এটি একটি অপারেশনাল (কার্যক্রম সংক্রান্ত) দুর্ঘটনা, যেখানে ট্যাঙ্কের ভেতরেই একটি শেল (গোলা) বিস্ফোরিত হয়। কী কারণে গোলাটি বিস্ফোরিত হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।
এই তিন সেনার মৃত্যুর পর, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় আগ্রাসন চালাতে গিয়ে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৯৩ জনে।
ঘটনাটি দখলদার ইহুদিবাদী ইসরায়েলের জন্য এক গুরুতর ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গাজার ধ্বংসস্তূপে প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণের কৌশল ইতোমধ্যেই দখলদার ইসরায়েলি বাহিনীর জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে।
তথ্যসূত্র:
1. Updates: Hamas says ‘war of attrition’ in Gaza as 3 Israeli soldiers killed
– https://tinyurl.com/muprvth4