
সিরিয়ার সুওয়াইদা শহর ও লেবাননের বাক্কা উপত্যকা লক্ষ্য করে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েল। গত কয়েকদিন ধরে দ্রুজ সংখ্যাগুরু শহর সুওয়াইদাতে দ্রুজ ও বেদুঈন জাতির মধ্যে ভয়াবহ সংঘর্ষ বাধে। এই সংঘর্ষ ঠেকাতে শহরটিতে প্রবেশের চেষ্টা করে সিরিয়ার সরকারি বাহিনী। তবে দখলদাররা সিরিয়ার সরকারি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। এতে বেশ কয়েকটি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়।
১৫ জুলাই, মঙ্গলবার সিরীয় বাহিনী শহরটিতে প্রবেশ করার পর দখলদাররা সেখানে আবারও হামলা চালিয়েছে।
দখলদার ইসরায়েল হুমকি দিয়েছে দ্রুজদের তারা কোনো ক্ষতি করতে দেবে না। এমন অজুহাত দেখিয়ে সিরিয়ার সেনাদের ওপর হামলা চালিয়েছে তারা।
তবে, বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল দ্রুজদের রক্ষা করার অজুহাতে ইতোমধ্যেই দখলকৃত গোলান হাইটসের বাইরে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সিরিয়ায় আক্রমণ চালিয়ে যাচ্ছে।
সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা জানিয়েছেন, দ্রুজ ও বেদুঈনরা যুদ্ধবিরতিতে পৌঁছেছে।
এদিকে লেবাননের বাক্কা উপত্যকায় সিরিজ বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা।
এর বাইরে গাজাজুড়ে আগ্রাসন অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। ১৪ জুলাই, সোমবার গাজায় কমপক্ষে ৭৮ জন ফিলিস্তিনিকে শহীদ করার একদিন পরও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৫৮ হাজার ৩৮৬ জন শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন আরও এক লাখ ৩৯ হাজার ৭৭ জন মানুষ।
তথ্যসূত্র:
1. Netanyahu, Katz confirm Israeli strikes on Syria
– https://tinyurl.com/bdfma4y3