
ইহুদিবাদী দখলদার ইসরায়েলের বিমানবাহিনী গত ১৬ জুলাই, বুধবার সিরিয়ার রাজধানী দামেস্কে ব্যাপক বিমান হামলা চালিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবন ও প্রেসিডেনশিয়াল ভবনের নিকটবর্তী স্থানগুলো ধ্বংসস্তূপে পরিণত করেছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুওয়াইদা প্রদেশে চতুর্থ দিনের মতো চলা সহিংসতা ও ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩০০ জন।
দখলদার ইসরায়েলি বাহিনী গত কয়েকদিন ধরে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুওয়াইদা প্রদেশে দ্রুজ সম্প্রদায়ের পক্ষে হস্তক্ষেপের নামে সিরিয়ার সরকারি বাহিনী ও তাদের মিত্রদের লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার দামেস্কের কেন্দ্রস্থলে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবন এবং প্রেসিডেন্ট আহমেদ আল-শারার কার্যালয়ের নিকটে কয়েকটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, এই হামলায় অন্তত ৩ জন শহীদ এবং ৩৪ জন আহত হয়েছেন।
এর আগে দখলদার ইসরায়েলি বাহিনী সিরিয়ার দক্ষিণে অস্ত্র বহনকারী সাঁজোয়া যান, গোলাবারুদের গুদাম ও দামেস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছাকাছি সামরিক স্থাপনায় একাধিক হামলা চালায়। একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি বিমান হামলার সময় একটি টিভি উপস্থাপক সরাসরি সম্প্রচারের সময় মেঝেতে লুটিয়ে পড়েন।
সিরিয়ার সরকার বলেছে, ইসরায়েল আসলে সিরিয়ার সার্বভৌমত্ব ধ্বংস করতে এবং দেশটিকে অস্থিতিশীল করার জন্যই এই হামলা চালিয়েছে।
ইসরায়েল এই সংঘাতে সরাসরি হস্তক্ষেপ করে দ্রুজদের রক্ষার নামে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল আসলে সিরিয়ার দক্ষিণাঞ্চলে একটি বাফার জোন তৈরি করতে চায়, যেখানে তারা দ্রুজদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে।
ইহুদিবাদী দখলদার ইসরায়েলের এই হামলা সিরিয়ার অভ্যন্তরীণ সংঘাতকে আরও ঘনীভূত করছে। দ্রুজ সম্প্রদায়ের নিরাপত্তার নামে ইসরায়েল আসলে সিরিয়ার সার্বভৌমত্ব ধ্বংস করতে চাইছে, যা মধ্যপ্রাচ্যে নতুন সংকটের জন্ম দিতে পারে।
তথ্যসূত্র:
1. Huge explosions were seen in Damascus as Israel bombed Syria’s defence ministry during a live Al Jazeera broadcast nearby.
– https://tinyurl.com/2ch2uzzp
2. Israel Strikes At The Heart Of Syria’s Military Command In Dramatic Escalation (Updated)
– https://tinyurl.com/3x78brvn