
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে সদ্য নিয়োগপ্রাপ্ত ১২০০ জন তরুণ সেনাসদস্য সফলভাবে তাদের সেনা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। হেলমান্দ প্রদেশের ২১৫ তম আজম আর্মি কোরের অন্তর্গত শুরাব ট্রেনিং সেন্টারে তারা এই প্রশিক্ষণ লাভ করেছেন।
গত ১৬ জুলাই ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, নিয়োগপ্রাপ্ত সদস্যগণ ৩ মাসের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সামরিক, পেশাগত ও আদর্শগত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
প্রশিক্ষণ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভী তাজ মুহাম্মদ রাহবার হাফিযাহুল্লাহ। এছাড়া ২১৫ তম আজম কোরের চিফ অব স্টাফ মোল্লা নসিবুল্লাহ জুবায়ের হাফিযাহুল্লাহ এবং শুরাব প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার মৌলভী এহসানুল্লাহ ওবাইদাহ হাফিযাহুল্লাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানের বক্তব্যে প্রবীণদের সম্মান ও আপন দায়িত্ব আন্তরিকতার সাথে পালনের গুরুত্ব তুলে ধরেছেন ওবাইদাহ হাফিযাহুল্লাহ। তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাশীল থাকতে এবং নাগরিকদের সাথে সদয় আচরণ করতে নতুন নিয়োগপ্রাপ্ত সেনাদের প্রতি আহ্বান জানান।
এছাড়া প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ব্যবহারিক জীবনে প্রয়োগের প্রতি তিনি তরুণ এই সেনাদের উৎসাহিত করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানের কিছু স্থিরচিত্র আল ফিরদাউস এর পাঠকদের জন্য তুলে ধরা হলো-
তথ্যসূত্র:
1. 1,200 Young Trainees Graduate from Shurab Training Center of 215th Corps
– https://tinyurl.com/bdhnhxs3


