
সম্প্রতি ভারতের ৮ম শ্রেণির সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকে কিছু বিতর্কিত পরিবর্তন আনা হয়েছে, যেখানে মুঘল সম্রাটদের বর্বর ও নৃশংস হিসেবে চিত্রিত করা হয়েছে। অন্যদিকে বইটিতে হিন্দু রাজা শিবাজীকে দক্ষ কৌশলবিদ এবং একজন সত্যিকারের দূরদর্শী হিসেবে বর্ণনা করা হয়েছে।
গত ১৬ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ক্লারিওন ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জাতীয় শিক্ষাক্রম কর্তৃক প্রকাশিত সংশোধিত ৮ম শ্রেণির বইয়ে মুঘল সম্রাট বাবরকে ‘নৃশংস বিজয়ী’ এবং আওরঙ্গজেবকে ‘মন্দির ধ্বংসকারী’ হিসেবে তুলে ধরা হয়েছে। যা মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের প্রতি পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। এছাড়াও বইটির একটি অধ্যায়ে বাবরকে সমগ্র জনগোষ্ঠীকে হত্যা করে মাথার খুলি দিয়ে মিনার তৈরি করার মিথ্যা ইতিহাস পেশ করা হয়েছে।
এই নতুন পাঠ্যপুস্তকে ধর্মীয় সহিংসতা এবং ধ্বংসের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, যা তরুণদের মধ্যে মুসলিমদের প্রতি বিদ্বেষ সৃষ্টি করতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করেন, বিজেপি সরকার এই পাঠ্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ইসলাম বিদ্বেষী মনোভাব তৈরি করতে চাইছে।
উল্লেখ্য, ২০১৪ সালে হিন্দুত্ববাদী বিজেপি সরকার ভারতের ক্ষমতায় আসার পর থেকে, আওরঙ্গজেবের শাসনকালে হিন্দু সমাজের উপর কথিত দমন-পীড়নের অভিযোগ তুলে দেশটির মুসলিম সম্প্রদায়কে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।
তথ্যসূত্র:
1. Revised NCERT Textbook Says Babur Was ‘Ruthless,’ Aurangzeb a ‘Temple-Destroyer’
– https://tinyurl.com/bdfndhs5