ইজারা নিয়ে ছাত্রদল ও যুবদলের দ্বন্দ্বে ফেরিঘাট বন্ধ; ভোগান্তিতে জনসাধারণ

0
38

শরীয়তপুরের ভেদরগঞ্জে নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে যুবদল ও ছাত্রদল দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ফেরি পারাপারের অপেক্ষায় নরসিংহপুর ঘাট এলাকায় অন্তত দেড় শতাধিক যানবাহন আটকা পড়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় ও ঘাট কর্তৃপক্ষ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে জেলা যুবদলের সাবেক সহসভাপতি মোমিন দিদার ও সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালার বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে একটি পক্ষের ঘাটের ইজারা উঠানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এতে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে হয়ে যায়। ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় ট্রাক, বাস ও ব্যক্তিগত দেড় শতাধিক গাড়ি আটকা পড়েছে।

কোম্পানির খাদ্যপণ্যের ট্রাক চালক তপন দাস গণমাধ্যমকে বলেছে, আমরা ফেরিপারাপারের জন্য অপেক্ষায় আছি। দুই কিলোমিটার পর্যন্ত যানযট রয়েছে। আমরা ভোগান্তিতে আছি। এর সমাধান চাই।


তথ্যসূত্র:
১. ইজারা নিয়ে যুবদল-ছাত্রদলের দ্বন্দ্ব, ফেরি চলাচল বন্ধ
-https://tinyurl.com/3emntvs2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় পরিকল্পিত ধ্বংসযজ্ঞ: স্কুল-হাসপাতাল-আশ্রয়কেন্দ্র গুঁড়িয়ে দিচ্ছে সন্ত্রাসী ইসরায়েল
পরবর্তী নিবন্ধভারতীয় সেনাবাহিনীর গাড়ির ধাক্কায় কাশ্মীরি পিএইচডি শিক্ষার্থী শহীদ