
শরীয়তপুরের ভেদরগঞ্জে নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে যুবদল ও ছাত্রদল দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ফেরি পারাপারের অপেক্ষায় নরসিংহপুর ঘাট এলাকায় অন্তত দেড় শতাধিক যানবাহন আটকা পড়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় ও ঘাট কর্তৃপক্ষ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে জেলা যুবদলের সাবেক সহসভাপতি মোমিন দিদার ও সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইউসুফ জিসান বালার বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে একটি পক্ষের ঘাটের ইজারা উঠানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এতে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে হয়ে যায়। ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় ট্রাক, বাস ও ব্যক্তিগত দেড় শতাধিক গাড়ি আটকা পড়েছে।
কোম্পানির খাদ্যপণ্যের ট্রাক চালক তপন দাস গণমাধ্যমকে বলেছে, আমরা ফেরিপারাপারের জন্য অপেক্ষায় আছি। দুই কিলোমিটার পর্যন্ত যানযট রয়েছে। আমরা ভোগান্তিতে আছি। এর সমাধান চাই।
তথ্যসূত্র:
১. ইজারা নিয়ে যুবদল-ছাত্রদলের দ্বন্দ্ব, ফেরি চলাচল বন্ধ
-https://tinyurl.com/3emntvs2