
গাজার বিধ্বস্ত ভূমিতে যখন ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল গণহত্যার আগুন ছড়িয়ে চলেছে, তখন প্রতিরোধের আগুনও নিভে যায়নি। পবিত্র ভূমিতে ইহুদিবাদী সন্ত্রাসীদের নির্মম আগ্রাসনের জবাবে ফিলিস্তিনের বীর মুজাহিদরা তাদের ঈমানি দৃঢ়তায় প্রতিরোধের ইতিহাস গড়ে চলেছেন। তারই ধারাবাহিকতায় গাজা সিটির পূর্ব আল-তুফাহ এলাকায় একটি সাহসিকতাপূর্ণ অভিযানে ১৭ জুলাই, বৃহস্পতিবার মুজাহিদিনরা পূর্ব-স্থাপিত একটি বিস্ফোরক ফাঁদের মাধ্যমে দখলদার বাহিনীর একটি সামরিক যান ধ্বংস করেছে।
গাজা শহরের পূর্বাঞ্চল, বিশেষ করে আল-তুফাহ এলাকা, সম্প্রতি ইহুদিবাদী দখলদার বাহিনীর ভারী আগ্রাসনের মুখে পড়েছে। তবে মজলুমদের রক্তে রঞ্জিত এই ভূমিতে প্রতিরোধ থেমে থাকেনি। স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে যে, ফিলিস্তিনি মুজাহিদরা পূর্ব-স্থাপিত বোমা বিস্ফোরণের মাধ্যমে একটি দখলদার সামরিক যানকে সফলভাবে ধ্বংস করেছে। এই অভিযানে গাড়িটি সম্পূর্ণরূপে ধংস হয়ে গেছে, এবং ভেতরে থাকা সৈন্যরা ব্যাপক হতাহতের শিকার হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, সামরিক যানটি যখন আল-তুফাহ এলাকার একটি নির্দিষ্ট পয়েন্ট অতিক্রম করছিল, ঠিক সেই মুহূর্তেই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ গোটা এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়।
এই ঘটনাটি ইসরায়েলি সেনাবাহিনীর মনোবলে বড় ধরনের আঘাত হানে, যারা এতদিন ধরে নিরস্ত্র শিশু, নারী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বোমা বর্ষণ করে আসছিল। তাদের অহংকার যে গাজার পবিত্র ভূমিতে চূর্ণ হচ্ছে, তা এই অভিযানে আবারও প্রমাণিত হলো।
ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা সাম্রাজ্যবাদীদের সহায়তায় ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যাচ্ছে। অথচ, পশ্চিমা গণমাধ্যমগুলো এ বর্বরতাকে নির্লজ্জভাবে “আত্মরক্ষা” বলে আখ্যায়িত করছে। একদিকে যখন পশ্চিমা দুনিয়া ইউক্রেনে একটি মিসাইল হামলায় ‘মানবাধিকার লঙ্ঘনের’ প্রশ্ন তোলে, সেখানে গাজার হাজার হাজার শিশুর দাফনের দৃশ্য তাদের বিবেক নাড়া দেয় না।
তথ্যসূত্র:
1. Al-Quds Brigades” ambushed #IDF Armored Vehicles in Al-Tuffah, #Gaza.
– https://tinyurl.com/y3xjvyxw


