
বিগত বছরে নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০ হাজারের অধিক লাইসেন্স বিতরণ করেছে ইমারতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণলায়। গত ১৯ জুলাই সরকারি মিডিয়া ও তথ্য সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী নুরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ।
তিনি আরও জানান, বিগত বছরে ২৬ হাজারের অধিক কোম্পানিকে ব্যবসায়িক লাইসেন্স প্রদান করা হয়েছে, এর মধ্যে নারী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার। তবে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসাসহ নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণকৃত লাইসেন্সের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।
তিনি জোর দিয়ে বলেন, শিল্পের মাধ্যমেই দেশের আমদানি ও রপ্তানিকে সমন্বয় করা সম্ভব। কর্মসংস্থান তৈরি করা সহ দেশের শিল্পখাতের উল্লেখযোগ্য অনেক কর্মসূচি রয়েছে।
অপরদিকে বিগত বছরগুলোর তুলনায় বিনিয়োগ আকর্ষণ ৫০ শতাংশ বৃদ্ধির কথা উল্লেখ করেছেন মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ। মন্ত্রণালয়ের বিনিয়োগ উন্নয়ন ও সহায়তা বিভাগের প্রধান সেবগাতুল্লাহ আখুন্দযাদা হাফিযাহুল্লাহ বলেন, কেবল বিগত বছরে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় ২৮ বিলিয়ন আফগানি বিনিয়োগ এসেছে।
তথ্যসূত্র:
1. Over 50,000 business licenses issued to women entrepreneurs in one year, says Azizi
– https://tinyurl.com/3pwdcnaw


