
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উয়াহিগুয়া, কায়া এবং বোজোলাসো রাজ্যে সম্প্রতি ৫টি পৃথক অভিযান পরিচালনা করছেন আল-কায়দা সংশ্লিষ্ট ‘জেএনআইএম’ মুজাহিদিনরা। এরমধ্যে উয়াহিগুয়া রাজ্যে মুজাহিদদের পরিচালিত অভিযানে অন্তত ১৩ শত্রু সৈন্য নিহত হয়েছে।
আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক ২০ জুলাই প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়, জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা, গত ১৮ জুলাই বৃহস্পতিবার বিকালে, বুরকিনা ফাসোর উয়াহিগুয়া রাজ্যের ল্যাঙ্গুয়ে শহরে একযোগে ৩টি সফল অভিযান পরিচালনা করেছেন। অভিযানগুলো শহরে জান্তা বাহিনীর ৩টি সামরিক অবস্থান লক্ষ্য করে চালানো হয়। এসময় জান্তা ও মুজাহিদদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে এবং বহু সংখ্যক জান্তা সদস্য হতাহতের শিকার হয়। অন্য সৈন্যরা জীবন বাঁচাতে সামরিক অবস্থান ছেড়ে পালিয়ে গেলে মুজাহিদিনরা অবস্থানগুলোর নিয়ন্ত্রণ নেন।
অভিযানের প্রাথমিক পর্যায়ের ফলাফল থেকে জানা যায়, সামরিক অবস্থানগুলোতে মুজাহিদদের হামলায় অন্তত ১৩ জান্তা সদস্য নিহত হয়েছে। এসময় মুজাহিদিনরা গনিমত হিসাবে অসংখ্য সামরিক সরঞ্জাম জব্দ করেছেন, যার মধ্যে রয়েছে ১টি সামরিক যান, ১টি ডিএসএইচকে, ১টি আরপিজি, ২টি পিকে, ৫৮টি ক্লাশিনকোভ অ্যাসল্ট রাইফেল, ১টি পিস্তল, ২৬টি মোটরসাইকেল, ২০টি গোলাবারুদের বাক্স এবং অন্যান্য বহু সামরিক সরঞ্জাম।
রবিবার ২০ জুলাই আয-যাল্লাকা কর্তৃক প্রকাশিত অন্য ২টি রিপোর্ট থেকে জানা যায়, মুজাহিদিনরা গত ১৯ জুলাই শুক্রবার সকালে, বুরকিনা ফাসোর কায়া এবং বোজোলাসো রাজ্যে ২টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। রাজ্যগুলোর সামাতি এবং গাওগু এলাকায় অবস্থিত জান্তা বাহিনীর ২টি সামরিক পোস্ট লক্ষ্য করে অভিযানগুলো চালানো হয়। ‘জেএনআইএম’ এর সংক্ষিপ্ত লড়াইয়ে বেশ কিছু শত্রু সৈন্য হতাহত হয় এবং অন্য শত্রু সৈন্যরা সামরিক অবস্থান ছেড়ে পালিয়ে যায়। শত্রু বাহিনীর এই পলায়নের পর মুজাহিদিনরা সামরিক অবস্থানগুলোর নিয়ন্ত্রণ নেন এবং অসংখ্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/2xkcwfek