
সম্প্রতি জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত আফগান দূতাবাসে দুইজন কূটনীতিককে নিয়োগ দিয়েছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।
গত ২১ জুলাই আফগান গণমাধ্যম হুররিয়াত রেডিও এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে জানানো হয়, নবনিযুক্ত দুই কূটনীতিক হলেন নিবরাসুল হক আজিজ ও মুস্তফা হাশেমি। তাদের মধ্যে নিবরাসুল হক আজিজ পূর্বে কাতারে অবস্থিত ইমারতে ইসলামিয়ার রাজনৈতিক দপ্তরে কর্মরত ছিলেন, আর মুস্তফা হাশেমি কাজ করেছেন আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক বিভাগে।
এদিকে, জার্মান কর্মকর্তারা জানিয়েছেন দেশটিতে বসবাসকারী আফগান নাগরিকদের সমস্যা সমাধানে ইমারতে ইসলামিয়ার সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগ অপরিহার্য হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটেই বার্লিন কূটনীতিকদের গ্রহণ করেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও তা জোরদারে সক্রিয় ভূমিকা রাখছে ইমারতে ইসলামিয়া প্রশাসন। ধারণা করা হচ্ছে, জার্মান সরকার শিগগিরই আফগান কূটনীতিকদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে।
তথ্যসূত্র:
1. د اسلامي امارت دوه ډیپلوماټان المان کې افغان سفارت ته رسېدلي
– https://tinyurl.com/3zcvr8ch